অস্ট্রেলিয়ান সাবেক ব্যাটসম্যান মাইক হাসি অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলেছেন ২০০৫-২০১৩ পর্যন্ত । এই লম্বা সময়ে তিনি যতো প্রতিপক্ষের সম্মুখীন হয়েছেন তাদের মধ্যে সেরা ১১ জনকে তিনি বানিয়েছেন আনপ্লায়াবল একাদশ । হাসি মনে করেন এই এগারোজন টেস্ট খেলোয়াড় এর বিপক্ষে খেলা খুব কঠিন ।
হাসির এই একাদশে জায়গা পেয়েছেণ ৫ জন এশীয় খেলোয়াড় । তাদের মধ্যে তিনজনই ভারতীয় । বাকি দুজন শ্রীলঙ্কার । ভারতের তিনজন খেলোয়াড়ের মধ্যে রয়েছেন বীরেন্দ্র শেবাগ , শচীন টেন্ডুলকার এবং বিরাট কোহলি । আর শ্রীলঙ্কান স্পিন জাদুকর মুত্তিয়া মুরালিধরন ও কুমার সাঙ্গাকারা জায়গা পেয়েছেন এই একাদশে ।
শেবাগের বিধ্বংসী ব্যাটিং স্টাইলের জন্যে তাকে ওপেনার হিসেবে নির্বাচিত করেছেন মাইক হাসি । তার সঙ্গে আরেক ওপেনার হিসেবে নির্বাচিত করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ কে। এইদিকে ৪ এবং ৫ নম্বরে ব্যাট করার করার জন্যে তিনি যথাক্রমে শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলি কে নির্বাচিত করেছেন।
এছাড়া তার একাদশের ব্যাটিং লাইন আপে রয়েছেন ব্রায়ান লারা ,জ্যাক ক্যালিস , কুমার সাঙ্গাকারার মতো কিংবদন্তি ব্যাটসম্যান ।
বোলার হিসেবে তিনি বেছে নিয়েছেন সাউথ আফ্রিকান বিধ্বংসী বোলার ডেল স্টেইন ও মরনে মরকেল কে । এ তালিকায় আরো আছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন ও স্পিন বোলিং জাদুকর মুত্তিয়া মুরালিধরন।
মাইক হাসির “আনপ্লায়াবল ” একাদশ
১. বিরেন্দ্র শেবাগ
২. গ্রায়েম স্মিথ
৩.ব্রায়ান লারা
৪.শচীন টেন্ডুলকার
৫.বিরাট কোহলি
৬. জ্যাক ক্যালিস
৭. কুমার সাঙ্গাকারা
৮. ডেল স্টেইন
৯. মরনে মরকেল
১০. জেমস অ্যান্ডারসন
১১. মুত্তিয়া মুরালিধরন