আব্দুল্লাহ আল সানি: ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার ১নং বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাগাতলা গ্রামের গজেন্দ্র সরকারের ছেলে গোবর্দ্ধন সরকার,বাগাতলা গ্রামে অবস্থিত কমিউনিটি ক্লিনিক এর কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার,(CHCP) হিসেবে কর্মরত
জানাযায় গতকাল মঙ্গলবার সারে বারটার সময় তিনি তার ক্লিনিক থেকে তার বাড়িতে যাবার সময় গ্রামের মধ্যবর্তি সড়কে আঃ সাত্তার পিতা: মৃত হাফিজ উদ্দীন,আবু তালেব পিতা:মৃত হাফিজ উদ্দীন,আলাল মিয়া পিতা: আঃসাত্তার,আলামিন পিতা :মৃত কাশেম মিয়া সহ তারা কয়েকজন এসে গোবর্দ্ধন সরকার কে মারধর শুরু করে তার সাথে থাকা অত্র ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার রেনো মিয়ার সহযোগিতায় রক্ষাপায়,রেনোয়া মিয়া বলেন আক্রমন কারীরা প্রথম আক্রমন করে দুয়েকটা চর থাপ্পর দেয় তারপর আমি ও তার ভাই আঃসাত্তার তাদের ফিরিয়ে দেই তারা চলে যায়,
গোবর্দ্ধন সরকার বলেন, আমি কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, আমি সি সি থেকে বাড়িত আসার পথে সাথে মোঃ রেনু মেস্বার আমাকে ঢাকা থেকে লোক আসছে তাকে পরামর্শ দেবার যাওয়ার সময়,আমাকে কয়েকজন মিলে আক্রমন করে তারা হল, মো তালেব পিতা মৃত হাফিজ উদ্দিন, ২আলাল মিয়া পিতা ছাত্তার মিয়া,৩ ছাত্তার মিয়া পিতা মৃত মোহাফিজ উদ্দিন,গত ২২/৪/২০২০ইং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সতর্কতামুলুক পোস্ট ও একজন মহিলাকে হোমকোয়ারেন্টাইন থাকার পরামর্শ দিয়েছিলাম তার জন্য আমাকে মারধর করে,
মধ্যনগর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন,এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি তদন্ত করার জন্য আমি একজন এসআই কে পাঠিয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনিয় ব্যবস্থা নেয়া হবে।