প্রত্যয় ডেস্ক, চৌধুরী হারুনুর রশীদ, রাঙামাটিঃ রোববার সার্কিট হাউসের সভাকক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও স্বার্থরক্ষায় আইন সংশোধন করা হচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের বিভিন্ন ধারা পরিবর্তনের কাজ চলছে।
রোববার দুপুরে রাঙ্গামাটি সার্কিট হাউসের সভাকক্ষে অনুষ্ঠিত ‘মুজিববর্ষে অঙ্গীকার, হলুদ সাংবাদিকতা পরিহার’ শীর্ষক স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও বই বিতরণ অনুষ্ঠানে বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন। তিনি পার্বত্য চট্টগ্রাম সফর করছেন। রাঙ্গামাটির পর সোমবার পার্বত্য জেলা খাগড়াছড়ি সফর করছেন তিনি।
বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বলেন, সারা বিশ্বে সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পেশা। এ পেশাকে শক্তিশালী করে ধরে রাখতে হবে। সাংবাদিকরা সত্য কথা তুলে ধরেন। তারা দেশের কথা বলেন। গণমানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরেন। সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রতিদিনের খবর নিয়ে গণমানুষের সামনে সংবাদপত্রে দেশ বিদেশের চিত্র প্রকাশ করেন সাংবাদিকরা। সাংবাদিক ও সংবাদপত্র বা গণমাধ্যম ছাড়া শক্তিশালী রাষ্ট্র গঠন সম্ভব নয়। সেই চিন্তাধারা নিয়ে ১৯৭৪ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ প্রেস কাউন্সিল গঠন করেছিলেন। বঙ্গবন্ধু নিজেই একজন সাংবাদিক ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেকে সাংবাদিক পরিবারের সদস্য হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
সাংবাদিকদের উন্নয়ন ও স্বার্থরক্ষায় তাদের প্রশিক্ষণসহ আইন-কানুন সংশোধনের জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন ও অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফি উল্ল্যাহ। এ ছাড়া স্থানীয় সাংবাদিকরা উন্মুক্ত আলোচনায় অংশ নেন।