আবারও প্রমাণ করলেন তিনিই “আকবর”।
অনুর্ধ১৯ বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন সেই আকবর আলী নিজেকে বারবার প্রমাণ করেই যাচ্ছেন। আকবর সেদিন বোনের মৃত্যুর শোককে শক্তিতে পরিনত করে বাংলাদেশকে উপহার দিয়েছিলেন প্রথম বিশ্বকাপ ট্রফি ঘরে তোলার স্বাধ। বিশ্বব্যাপী নভেল করোনা ভাইরাস মোকাবেলায় দলীয়ভাবে এগিয়ে আসলেও এবার তিনি অসহায় মানুষের পাশে দাঁড়াবেন একটু অন্যভাবে।
সাকিব, মাশরাফি, মুশফিক, আসরাফুল সৌম্যদের মতো আকবর আলী ও এবার নিজের স্মরণীয় ক্রিকেট স্মারক নিলামে তুলতে ইচ্ছুক। বিশ্বকাপের ফাইনালের সেই জার্সি ও ব্যাটিং গ্লাভস নিলামে তোলার সিন্ধান্ত নিয়েছেন তিনি।
এর আগে আজ বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে নিলামের কথা জানান আকবর । তিনি পোস্টে লিখেন, নিঃসন্দেহে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় এখন পর্যন্ত আমার জীবনের সেরা অর্জন। করোনার এই সংকটকালীন সময়ে সেই অর্জনের দুটি স্মারক (ফাইনালের ম্যাচ জার্সি, ফাইনালে ব্যবহৃত ব্যাটিং গ্লাভস) নিলামে তুলতে যাচ্ছি। নিলাম থেকে প্রাপ্ত পুরো অর্থটাই করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে।
নিলামের বিষয়গুলো এখনো প্রথামিক পর্যায়ে আছে। নিলামে তোলা হবে শুধু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিত্তিমূল্য ঠিক করা হয়নি। অনলাইনেই নিলাম করা হবে, সবকিছু ঠিক হতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন আকবর আলী।