1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

কৃষকদের গুরুত্ব মা-বাবার চেয়ে কম নয়: সোনু সুদ

  • Update Time : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ২৪৪ Time View

দিল্লি অবরোধ করে নতুন কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভ চলছে। তাদের এই বিক্ষোভে একাত্মতা ঘোষণা করেছেন বলিউড অভিনেতা সোনু সুদ। কৃষকদের সঙ্গেই আছেন বলে তিনি জানিয়ে দিয়েছেন।

গত শনিবার এক টুইট বার্তায় সোনু সুদ বলেন, ‘কৃষকদের গুরুত্ব আমাদের জীবনে মা-বাবার থেকে কিছু কম নয়’।

তবে এই প্রথম নয়। এর আগেও কৃষকদের সমর্থনে সরব হয়েছেন সোনু। গত বৃহস্পতিবার কৃষকদের গুরুত্ব মানুষকে আরও একবার মনে করাতে সামাজিক মাধ্যমের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেদিন টুইট করে সোনু লিখেছিলেন, ‘কৃষকরাই ভারতবর্ষ’।

ভারতের বিভিন্ন প্রান্তে আটকে পড়া মানুষকে ঘরে ফেরানো থেকে কাজ হারানো মানুষকে চাকরি দেয়া, দেশব্যাপী লকডাউন চলাকালীন সাধারণ মানুষের ‘মসিহা’ হয়ে ওঠেন এই বলিউড অভিনেতা।

একইভাবে কৃষক আন্দোলন নিয়ে তার অবস্থান জানার পর অনেকে তাকে সাধুবাদ জানিয়েছেন। তবে অনেকেই তার সঙ্গে একমত না হতে পেরে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছে।

এদিকে সোনু সুদের পাশাপাশি বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, দিলজিত দোসঞ্জসহ পঞ্জাবের বহু তারকা কৃষকদের সমর্থন জানিয়েছেন।

সম্প্রতি পাস হওয়া তিনটি আইনের বিরুদ্ধে গত শুক্রবারও দিল্লির আশপাশের সড়কগুলোতে বিক্ষোভ করেছে লাখ লাখ কৃষক। সরকার বলছে, পণ্য সংগ্রহ প্রক্রিয়া পর্যালোচনা ও পণ্য বিক্রির বিকল্প দেয়াই এ আইনের লক্ষ্য।

কিন্তু কৃষকদের আশঙ্কা, সেপ্টেম্বরে গৃহীত আইনটি শেষ পর্যন্ত ভারতের নিয়ন্ত্রিত বাজারব্যবস্থা ভেঙে দেবে এবং বন্ধ হবে সরকারের নিশ্চিত দামে গম ও চাল কেনা। এতে বেসরকারি ক্রেতাদের করুণাই হবে তাদের সঙ্গী।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..