1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

“”আমি ইতালির রেড জোন থেকে বলছি””

  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ২৭০ Time View

আমি রেড জোন থেকে বলছি।।
(ত্রিশতম দিন)
আফজাল।

জলন্ত কড়াই না ফুটন্ত তেল- দুইটার মধ্যে একটা বেঁছে নিতে হলে বেপারটা মর্মান্তিক! গরীব মানুষ যারা দিন আনে দিন খায় তারা কোনটা বেঁছে নিবে- করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া না খুদার তাড়নায় মারা যাওয়া। আমরা সাধারণ মানুষেরা যদি তাদের পাশে না দাঁড়াই তবে কে দাঁড়াবে ? মরতে ত একদিন সবার হবেই, তবে এবার আপনার সামনে সোনার মানুষ হওয়ার সুযোগ এসেছে, সুযোগটা আপনি নিতেই পারেন-

“মানুষ ভজলে সোনার মানুষ হবি।
মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি……
এই মানুষ ছাড়া মন আমার
পড়বি রে তুই শূন্যকার।
লালন বলে মানুষ আকার
ভজলে তারে পাবি।।”
(ফকির লালন শাহ)

এক মিলিয়ন রোহিঙ্গা শরনার্থী সহ মোট তিন মিলিয়ন মানুষের বাস যে কক্সবাজারে সেখানে সেভ দা চিলড্রেনের তথ্যমতে কোন ভেনটিলেটর নেই।ঢাকা ট্রাইবোনের দেয়া তথ্যমতে বাংলাদেশে মোট ১১৬৯ ইন্টেনসিভ কেয়ার ইউনিট আছে এবং তাদের অধিকাংশ আবার বড় শহরগুলোতে অবস্থিত ।

Dr Shamim Jahan, deputy country director for Save the Children in Bangladesh, said:

“At present, it is difficult for Bangladesh to meet the expected surge in demand for ventilators to help respond to the Covid-19 outbreak. We are in this together – no single country can confront Covid-19 alone, even the richest and most powerful among us.”

আমেরিকার ২৪ জন সিনিয়র ডিপলোমেট ও ডিফেনস অফিসিয়ালদের একটি জোট প্রেসিডন্ট ডোনাল্ড ট্রামকে অনুরোধ করেছেন যেন ইরানের উপর থেকে নিদেনপক্ষে মেডিকেল ও মানবিক সেনকশন শিথিল করার জন্য।সাধারন মানুষের দূর্ভোগ বিবেচনায় ট্রামপ প্রশাসনের দিল কি গলবে?

ইতালীতে আজ আক্রান্ত হয়েছেন ৩৫৯৯ জন যা গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন ও মারা গেছেন ৬৩৬ জন, প্রায় একশত জনের মতো ডাক্তার প্রাণ দিলেন, এ জাতি তাদেরকে কখনো ভুলবেনা, নতুনদের পাশাপাশি অবসরপ্রাপ্ত ডাক্তার ও নার্সরাও জাতির এই দূর্দিনে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছেন এবং তারাই বেশি মারা যাচ্ছেন !

এই মানুষরা আছেন বলেই পৃথিবীটা এখনো সুন্দর, এখনো মানুষ মানুষের জন্য প্রাণ দেয়-

“পরের কারণে স্বার্থ দিয়া বলি

এ জীবন মন সকলি দাও।

তার মত সুখ কোথাও কি আছে?

আপনার কথা ভুলিয়া যাও।

পরের কারণে মরণেও সুখ,

সুখ সুখ করি কেঁদো না আর;

যতই কাঁদিবে ততই ভাবিবে

ততই বাড়িবে হৃদয়-ভার।

আপনারে লয়ে বিব্রত রহিতে

আসে নাই কেহ অবনী পরে,

সকলের তরে সকলে আমরা

প্রত্যেকে আমরা পরের তরে।

(কবি কামিনী রায়)

০৭/০৪/২০২০
মিলান, ইতালী।

তথ্যসূত্র – সেভ দা চিলড্রেন, ঢাকা ট্রাইবুন, দি গার্ডিয়ান, লা রিপাবলিকা।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..