ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, মশা নিয়ন্ত্রণে সামগ্রিকভাবে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। আমাদের মনিটরিংয়ের যথেষ্ট ঘাটতি আছে। আমাদের এখনো সনাতনী পদ্ধতিতে এই মনিটরিং হচ্ছে। এ সব কারণে মশার উপদ্রব বেড়েছে।
আমাদের কাউন্সিলর যারা আছে তাদেরকে দায়িত্ব নিতে হবে।মেয়র বলেন, আমরা বুঝতে পেরেছি মশা নিধন অভিযানটিকে আধুনিকায়ন করতে হবে। জনসাধারণকে সচেতন করতে হবে। সচেতনতার অনেক ঘাটতি আছে। এ ছাড়া আমরা কীটতত্ত্ববিদদের সঙ্গে আলোচনা করছি নতুনভাবে ওষুধ প্রয়োগ করার। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মশার অভিযান করা হবে।
আরও পড়ুন :কক্সবাজারে কনসার্টে যাওয়ার পথে ২ মিউজিশিয়ান নিহত
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়েদুর রহমান, ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম ঢালী, মো. শফিকুল ইসলাম, সংরক্ষিত আসনের কাউন্সিলর নিলুফার ইয়াসমিন ইতি প্রমুখ উপস্থিত ছিলেন।
শনিবার ডিএনসিসির ভাটারা ও সাঁতারকুল অঞ্চলে (অঞ্চল ৯ ও ১০) চলমান সমন্বিত মশা নিধন অভিযান পরিদর্শন শেষে তিনি এ সব কথা বলেন।
আরও পড়ুন :শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বিঘ্নিত, আকাশে ঘুরছে বিমান