জসিম তালুকদার,চট্টগ্রাম প্রতিনিধিঃ“মাস্ক পরার অভ্যেস- করোনামুক্ত বাংলাদেশ’ এ শ্লোগানে বাংলাদেশ পুলিশ চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের উদ্যোগে আজ রবিবার (২১ মার্চ) বাঁশখালী প্রধান সড়কে গণ সচেতনা মূলক র্যালী ও বিনামূল্যে মাস্ক বিতরণ করেছেন। কোভিড-১৯ দ্বিতীয় দাফ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে প্রচারনার অংশ হিসাবে সচেতনামূলক র্যালী ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এ সময় সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো: হুমায়ুন কবির ও বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর, ওসি (তদন্ত) আজিজুল ইসলাম আকাশ, এস আই নাজমুল হক, দীপক কুমার সিংহ, প্রদীপ চক্রবর্তী, মো: আকতার,লিটন চাকমাসহ থানা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনীর মানুষ অংশ নেন।
এ সময় বক্তারা বলেন করোনামুক্ত বাংলাদেশ গড়তে সবাই কে নিজ নিজ অবস্থান থেকে প্রচারনা ও সচেতনতা অবলম্বন করতে হবে। না হয় এ করোনার কারণে অকালে ঝড়ে পড়তে হবে , তাই সবাইকে মাস্ক ব্যবহার সরকারি নিয়মনীতি মেনে চলার আহবান জানান।