ওয়েব ডেস্ক: দেশে কয়েকদিন ধরে করোনার সংক্রমণ এবং মৃত্যু নিম্নমুখী। এজন্য ঢাকা শহরের করোনা হাসপাতালগুলোর ৭৫ শতাংশ বেডই খালি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, সারা দেশে করোনার ডেডিকেটেড হাসপাতালের সবমিলিয়ে ১৭ হাজার বেড ছিল। এর মধ্যে ১২ থেকে ১৪ হাজার করোনার বেড খালি। ঢাকা শহরে ৭৫ ভাগ বেড খালি। সেজন্য নন-করোনা রোগীদের জন্য কিছু বেড ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
মন্ত্রী বলেন, এ মাস থেকে করোনার টিকা দেওয়ার কার্যক্রম আরও বাড়ান হবে। চলতি মাসে আড়াই কোটি টিকা পাওয়া যাবে। এর মধ্যে দুই কোটি সিনোফার্মের এবং বাকি ৫০ লাখ ফাইজারের টিকা আসবে।