নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে মেয়াদোত্তীর্ণ মৎস্য ফিড বিক্রয় ও তারিখ টেম্পারিংয়ের দায়ে কিশোরগঞ্জ জেলা শহরের মোরগমহলে অবস্থিত আদর্শ পোল্ট্রি ফিড এন্ড মেডিসিন নামের এক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার (২২ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত অভিযানে এই জরিমানা আদায় করা হয়।
জেলা শহরের মোরগমহলে অবস্থিত আদর্শ পোল্ট্রি ফিড এন্ড মেডিসিন নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে মৎস্য ফিডের বস্তায় মেয়াদোত্তীর্ণ তারিখ টেম্পারিং করে বিক্রয় করা হয়। মৎস্য ফিডের বস্তার গায়ে 7/11/2021 এর স্থলে টেম্পারিং করে 7/12/2021 লিখে খামারিদের কাছে বিক্রি করে আসছিল। কিশোরগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এর সত্যতা পাওয়ায় উক্ত প্রতিষ্ঠান কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রন্জ্ঞন বণিক। উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন কিশোরগঞ্জ ক্যাব এর সভাপতি আলম সারওয়ার টিটু। এছাড়াও জেলা পুলিশ লাইনের একটি তদারকি টিম উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
একই অভিযানে একতা বিপননী বিথি নামক আরেকটি প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ কেক ও বিস্কুট পাওয়ায় ৫০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
কিশোরগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান- নকল, ভেজাল, মেয়াদ উত্তীর্ণ মৎস্য ফিড এর বিপনন বন্ধ করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে যাচ্ছে। এছাড়াও সকল ধরনের পশুখাদ্য ফিড এবং পশু শরীরে প্রয়োগযোগ্য ঔষধ এর গুণমান যাচাই করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বিক্রয় করতে হবে।