মোঃ আকরাম হোসেন, (ইটনা কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে ইটনা, জয়সিদ্দি ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাবের মানববন্ধন অনুষ্ঠিত। নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙের বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যের আলোকে ইটনা, জয়সিদ্দি ইউনিয়নে কিশোর কিশোরী ক্লাব আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ- ২০২১ ( ২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) উদযাপনে মানববন্ধন কর্মসূচী পালন করে।
শুক্রবার (০৩ ডিসেম্বর) সকালে ইটনা থানার জয়সিদ্দি ইউনিয়নে জয়সিদ্দি সরকারী প্রাঃ বিদ্যালয়ের চত্ত্বরে উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে ,নারী নির্যাতন প্রতিরোধ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানব বন্ধনে বক্তব্য রাখেন ইটনা উপজেলা মহিলা বিষয়ক অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর নবী, ইটনা কিশোর কিশোরী ক্লাব এর জেন্ডার প্রমোটার মোহাম্মদ পরশ মনি, ক্লাবের কো-অর্ডিনেটর ফিরোজা বেগম, ও আবৃত্তি শিক্ষক মোঃ আকরাম হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ঘরে বাইরে সব জায়গায় নারী ও কন্যা শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে।আর চুপ না থেকে সবাইকে নির্যাতনের বিরুদ্ধে অবস্হান নিতে হবে। সরকার প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্হাকে নারী অধিকার রক্ষায় ও নারী নির্যাতন বন্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান এবং ১০৯ টোল ফ্রি নম্বরে কল করে অভিযোগ জানাতে বলা হয়।