নিজস্ব প্রতিনিধি: কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করা হয়।
বুধবার (০৮ ডিসেম্বর) কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমানের এর সভাপতিত্বে এ সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র তথ্য অফিসার মোঃ শামছুল হক। এতে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডাঃ মোঃ হেলাল উদ্দিন, জেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মু.আ লতিফ। এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এ বছর কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলায় আগামী ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ২ হাজার ৭৭৪টি কেন্দ্রে ৪ লাখ ৯৬ হাজার ৯৩০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সভায় ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান পাওয়ার পয়েন্টের মাধ্যমে ক্যাম্পেইন কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন।