তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা তাড়াইল উপজেলাধীন দড়িজাহাঙ্গীরপুর সরকারী প্রাথমিক বিদ্যালেয়ের সভা কক্ষে মৌলিক সাক্ষরতা প্রকল্প ৬৪ জেলা দ্বিতীয় পর্যায়ের শিক্ষা কেন্দ্রের পাঠদান এর শুভ উদ্বোধন কার্যক্রম (বুধবার) সকালে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূইয়া শাহীন এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমীন।
উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন বেসরকারি সংস্থা পপি এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ।
বেসরকারী সংস্থা পপির মনোনীত প্রতিনিধি জনাব মোঃ আসাদুজ্জামান উপজেলা প্রজেক্ট অফিসার তিনি বলেন উক্ত শিক্ষা কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার জন্য ১৬ জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে।
উপজেলায় ৩২০ টি শিক্ষা কেন্দ্র স্থাপন করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রতিটি শিক্ষা কেন্দ্রে মহিলাদের জন্য মহিলা শিক্ষক ৩২০ জন এবং পুরুষদেরকে শিক্ষিত করার জন্য পুরুষ৩২০ জন নিয়োগ দেওয়া হয়েছে তারা প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে বাদ পড়া শিক্ষার্থীর যাদের বয়স ১৫ থেকে ৪৫ বছর তাদের তালিকা তৈরি করে স্বাক্ষরতা বৃদ্ধি করার জন্য শিক্ষাক্ষেন্দ্রগুলো বিশেষ অবদান রাখবে বলে আমারা বিশ্বাস করি।তিনি আরো বলেন গ্রামের মানুষ যারা পড়তে লিখতে ও হিসাব করতে পারেনা তাদেরকে স্বশিক্ষিত এবং শিক্ষিত করা স্বাক্ষর জ্ঞান সম্পন্ন করাইা এই প্রকেল্পের মূল উদ্দেশ্য।
এছাড়াও উপস্থিত ছিলেন জনাবা মিলি আক্তার উপ-আনুষ্ঠানিক শিক্ষা প্রকল্পের উপজেলা প্রোগ্রাম অফিসার। এছাড়াও , উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তাড়াইল উপজেলার সুধীমহল মনে করছেন মৌলিক সাক্ষরতা প্রকল্প তাড়াইলে নিরক্ষরতা দূরীকরণে বিশেষ ভূমিকা পালন করবে।
দড়িজাহাঙ্গীরপুরে একজন শিক্ষার্থী জনাব আব্দুল কাইয়ুম(৪২),“ বলেন আমরা ঠিকমত লেখাপড়া করতাম পাচ্ছিনা, আমার ছেলে মেয়েরা পড়াশোনা করে স্কুল বাজান হিসেবে নাম লেখত কইলে ঠিকমত নাম লিখতা পারিনা, এইবার দস্তখত ইস্কুলে গিয়া শুধু দস্তকতটা শিখেলাম”।