নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১৯৬৫ সালের প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘চালিয়াগোপ পল্লী উন্নয়ন সমিতি’র উদ্যোগে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে এই আলোচনা সভার আয়োজন করা হয় সমিতির পক্ষ থেকে। সকাল ১১ টায় পবিত্র কুরআন শরীফ তেলাওয়াতের মধ্য অনুষ্ঠানটি শুরু হয়। পরে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানটি সমিতির নির্বাহী প্রধান এড.মোহাম্মদ আব্দুল আউয়াল এর সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শহীদুল্লাহ। সঞ্চালনায় ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক এড.মোঃ দেওয়ান আলী হোসেন (সুজন)। এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির সহকারী পরিচালক জহির রায়হান, অফিস ব্যবস্থাপক মোঃ আতিক আহম্মেদ সহ অন্যন্যারা। পরে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদ হওয়া সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ, চালিয়াগোপ পল্লী উন্নয়ন সমিতি ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এলাকার অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে আসছেন। এটি একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে এলাকায় বেশ পরিচিতি লাভ করেছে। অসহায় দরিদ্র মানুষের কল্যাণে ও সমাজের উন্নয়ন মূলক কর্মকান্ডে বিশাল অবদান রেখে আসছে।