তাড়াইল(কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইলে সমবায় সমিতির ব্যাবস্থাপণা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ এক ঘন্টাতেই শেষ হয়েছে।সরকারি অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে উপজেলা সমবায় কর্মকর্তার বিরুদ্ধে।
জানা গেছে, মঙ্গলবার (২১ডিসেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলার নিবন্ধনকৃত সমবায় সমিতির সদস্যদের নিয়ে দিনব্যাপী সমবায় ব্যাবস্থাপণা বিষয়ক প্রশিক্ষণ হওয়ার কথা থাকলেও বেলা ১২ টায় প্রশিক্ষণ শুরু হয়ে ১টায় শেষ করে দেন উপজেলা সমবায় কর্মকর্তা শামছুল আলম।
উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ হলে বেলা ১টায় তালাবদ্ধ অবস্থায় দেখতে পাওয়া যায়।
খোঁজ নিয়ে জানা গেছে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমবায়ী ২০থেকে ২৫ জন সদস্যদের নিয়ে সরকারি অর্থ আত্মসাত করার জন্য লোক দেখানো মাত্র ১ ঘন্টা আলোচনা করেই প্রশিক্ষণ সমাপ্ত ঘোষণা করেন উপজেলা সমবায় কর্মকর্তা।
এ বিষয়ে উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়ে শামছুল আলমের সাথে কথা হলে তিনি জানান, সমবায়ীদের নিয়ে বছরে ৪ টি প্রশিক্ষণ করা বাধ্যতামূলক। এই অর্থবছরে আমরা একটিও প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারিনি।
তাই জেলা সমবায় কর্মকর্তার নির্দেশক্রমে একসাথে দুইটি প্রশিক্ষণ আজ শেষ করেছি।
একসাথে দু’টি প্রশিক্ষণের নিয়ম আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, জেলা সমবায় কর্মকর্তার অনুমতিক্রমেই দুটি প্রশিক্ষণ আমরা একদিনেই করেছি।
তাছাড়া দিনব্যাপী প্রশিক্ষণের কথা থাকলেও এক ঘন্টাতেই তা শেষ করলেন কিভাবে জানতে চাইলে তিনি বলেন, এখন সমবায়ীদের জমিতে কাজের মৌসুম। তারা নিজ নিজ কাজ ফেলে প্রশিক্ষণে অংশ নিয়েছে।তাদের কথা চিন্তা করেই আমরা প্রশিক্ষণের সময় কমিয়ে এনেছি। হাতেগুনা কয়েকজনকে প্রশিক্ষণের আওতায় এনেছেন অথচ সম্মানী ভাতার তালিকায় ৫০জনের নাম ও স্বাক্ষর দেয়া আছে কিভাবে জানতে চাইলে তিনি জানান, কিছু কিছু সমবায়ী সময়মতো প্রশিক্ষণে আসতে পারেনি।পরবর্তীতে তারা এসে স্বাক্ষর করে সম্মানীভাতা নিয়ে গেছেন।
সমবায়ীদের প্রশিক্ষণ দিতে আসা জেলা সমবায় অফিসের প্রশিক্ষক লাকী আক্তার জানান, দিনব্যাপী প্রশিক্ষণের কথা থাকলেও আমাদের কার্যক্রম এভাবেই হয়ে থাকে। কতজন প্রশিকক্ষণ নিয়েছে এবং আজকে প্রশিক্ষণের বিষয় কি ছিল জানতে চাইলে তিনি বলেন, সমবায় ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে উপজেলার সমবায়ীদের।
দিনব্যাপী প্রশিক্ষণ এক ঘন্টাতেই শেষ করলেন কিভাবে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে বলেন, আপনাকে জানাতে বাধ্য নই। প্রয়োজনে আপনি জেলা সমবায় কর্মকর্তার সাথে কথা বলতে পারেন।
এ ব্যাপারে জেলা সমবায় কর্মকর্তার মুঠোফোনে (০১৫১৫-৬৫৬১৯০) জানতে চাইলে তিনি জানান, তাড়াইলে সমবায়ীদের নিয়ে প্রশিক্ষণের বিষয়টি আমার জানা নেই।তাছাড়া দু’টি প্রশিক্ষণ একসাথে করার জন্য আমার কাছ থেকে অনুমতি নেয়া হয়নি।
তিনি আরও জানান, জেলা থেকে প্রশিক্ষক তাড়াইলে গেলেও এ ব্যাপারে আমাকে অবহিত করা হয়নি। তাড়াইলে প্রশিক্ষণের নামে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সমবায়ীদের কাছ থেকেই এ ব্যাপারে আপনার মন্তব্য কি জানতে চাইলে তিনি জানান, উপজেলা সমবায় কর্মকর্তা শামছুল আলম জেলা সমবায় অফিসকে অবহিত না করেই কি করে প্রশিক্ষণের ব্যাবস্থা করল তা আমার বোধগম্য নয়। বিষয়টি আমি খতিয়ে দেখবো।