নিজস্ব প্রতিনিধি: কিশোরগঞ্জে সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের সুলতানপুর গ্রামে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর)।
শনিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় মোনাজাতের মধ্য দিয়ে এ ইজতেমা শেষ হবে।
জানা যায়, কিশোরগঞ্জ সদরে প্রায় ৫০ একর জায়গা নিয়ে ইজতেমার জন্য প্যান্ডেল তৈরি করা হয়েছে। জেলার ১৩টি উপজেলা থেকে মুসল্লিরা ইজতেমা মাঠে জমায়েত হয়েছেন। ইতোমধ্যে বিভিন্নস্থান থেকে দলে দলে মুসল্লিরা ইজতেমা প্রাঙ্গনে বয়ানসহ নানান কাজে অংশ নিচ্ছেন।
সবমিলিয়ে অন্তত লাখো মুসল্লি এ জামাতে শরীক হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রয়োজনীয় ওজুখানা, শৌচাগার নির্মাণ, লাইটসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
প্রতিবারের মতো এবারও সায়মা ফিড মিল লিঃ মুসুল্লিদের চিকিৎসা উপকরণ, বিভিন্ন প্রকারের ঔষুধ বিনামূল্যে বিতরণ করে চলেছে। তিনদিন ব্যাপী বিনামূল্যে ঔষুধ বিতরণ প্রোগ্রামটির সার্বিক তত্বাবধান করছেন আশরাফুল ইমাম শরীফ ও তার নেতৃত্বাধীন একদল ভলান্টিয়ার।
আশরাফুল ইমাম শরীফ জানান, প্রতিবারের মতো আমরা এবারও কিশোরগঞ্জ জেলা ইজতেমায় আগত মুসুল্লিদের জন্য বিনামূল্যে কয়েক লক্ষাধিক টাকার ঔষুধ বিতরণের পরিকল্পনা গ্রহণ করেছি। আমার বাবা হাজী মোঃ শাহজাহান সায়মা ফিল মিল লিমিটেড প্রতিষ্ঠার পূর্ব থেকেই বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সেবামূলক কাজ করে গেছেন তারই ধারাবাহিকতায় আমরা এই সেবা মূলক কাজটি যেন ভবিষ্যতেও চালিয়ে যেতে পারি তার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।