দৈনিক প্রত্যয় ডেস্কঃ জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তার দাফন প্রক্রিয়া সম্পন্ন করে আল মারকাজুল ইসলাম।
শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ১০টায় আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন ছেলে আনন্দ জামান।
এ সময় ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে অধ্যাপক ড. আনিসুজ্জামানকে গার্ড অব অনার দেওয়া হয়। পরিচালনা করেন রাজারবাগ পুলিশ লাইনসের উপপরিদর্শক আব্দুর রহমান।
তার ভাই আখতারুজ্জামান বৃহস্পতিবার (১৪ মে) রাতে বলেন, ‘অধ্যাপক আনিসুজ্জামানের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। আগামীকাল সকালে আজিমপুর কবরস্থানে বাবার কবরের পাশে তাকে সমাহিত করার সিদ্ধান্ত হয়েছে। অন্য সব আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে।’
জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান নভেল করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন বলে বৃহস্পতিবার রাতে তথ্যটি নিশ্চিত করেছেন তার ছেলে আনন্দ জামান। তিনি জানান, ‘রাত ১০টার দিকে রিপোর্ট এসেছে। বাবা করোনা পজিটিভ ছিলেন।’
আগে একবার অধ্যাপক আনিসুজ্জামানের নমুনা পরীক্ষা করা হয়, তাতে নেগেটিভ আসে। বৃহস্পতিবার আবার নমুনা সংগ্রহ করা হয়।
এর আগে বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৪টা ৫৫ মিনিটে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যাপক ড. আনিসুজ্জামান।
ডিপিআর/ জাহিরুল মিলন