দৈনিক প্রত্যয় ডেস্কঃ করোনাভাইরাস বা কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে গণআত্মহত্যার আশঙ্কা দেখা দিয়েছে। আত্মহত্যা বা মদ পান করে ৭৫ হাজার মানুষের মৃত্যু হতে পারে আশঙ্কা করেছে একটি গবেষণা প্রতিষ্ঠান।
চাকরি হারানো এবং লকডাউনে পড়ে ভয়াবহ মানসিক চাপে এ পরিস্থিতির সৃষ্টি হতে পারে উল্লেখ করে ওয়েল বিং ট্রাস্টের গবেষণায় উল্লেখ করে বলা হয়েছে, করোনার কারণে অর্থনৈতিক মন্দা, বেকারত্ব ও দীর্ঘদিন ধরে ঘরবন্দি থাকার কারণে মানুষের মধ্যে হতাশা বাড়ছে। ফলে তাৎপর্যপূর্ণভাবে ‘হতাশাজনিত কারণে মৃত্যু’ বাড়তে পারে যুক্তরাষ্ট্রে।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের জাতীয় জনস্বাস্থ্য গ্রুপের অন্তর্ভুক্ত ওয়েল বিং ট্রাস্ট বলছে, যদি কেন্দ্রীয় সরকার, অঙ্গরাজ্য ও স্থানীয় সরকারগুলো এখনই জনগণের মানসিক স্বাস্থ্যের দিকে নজর না দেয় তাহলে ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে।
ট্রাস্টের প্রধান কৌশলবিদ ডা. বেঞ্জামিন এফ. মিলার বলেন, সম্ভাব্য মৃত্যুর এই সংখ্যা জানা গেছে গবেষণা পদ্ধতি ব্যবহার করে নির্ধারণ করা হয়েছে। তবে সরকার যথাযথ পদক্ষেপ নিলে সে সংখ্যা অনেক কমে যেতে পারে।
ডিপিআর/ জাহিরুল মিলন