অরবিন্দ দেব,শ্রীমঙ্গল প্রতিনিধি :মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন (দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান বিভাগ) কর্তৃক ৮নং কালীঘাট ইউনিয়নে ৭শ’ পরিবারের মধ্যে জি,আর,চাল খাদ্য সামগ্রী নগদ অর্থ বিতরণ করা হয়।
আজ শুক্রবার দুপুরে ৮নং কালিঘাট ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডে করোনা ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় দুস্থ পরিবারে মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার জি,আর,চাল খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এম.পি।
সভাপতিত্ব করেন প্রানেশ গোয়ালা (চেয়ারম্যান ) ৮নং কালিঘাট ইউনিয়ন।
উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ ৯টি ওয়ার্ডের ৯জন ইউ,পি সদস্য,মহিলা ইউ,পি সদস্যা,শ্রীমঙ্গল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) নয়ন কারকুন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও চা শ্রমিক নেতৃবৃন্দ প্রমুখ।