মহামারী করোনা ভাইরাসে পুরো বিশ্ব থমকে দাঁড়িয়েছে। ভয়াবহ এই ভাইরাসে বিশ্বজুড়ে ২১ লাখ ৮৪ হাজার ৫৬২ জন আক্রান্ত হয়েছেন। এছাড় প্রাণহাণীর সংখ্যা দেড় লাখের কাছাকাছি পৌছেছে।
এদিকে নভেল করোনাভাইরাস (কভিড-১৯) চীনের উহানের গবেষণাগার থেকে ছড়িয়েছে কি না, তা দেখা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার( ১৫ এপ্রিল) হোয়াইট হাউসে নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে যাচ্ছি আমরা।’
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বলেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে আলাপে বিষয়টি তুলবেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘গবেষণাগার সম্পর্কে তাঁকে যা বলেছি, তা এখানে আলোচনা করতে চাই না। আমি এ ব্যাপারে আরো অনেক কিছু জানতে পেরেছি। সেসব পরে আমি জানাব। কারণ এখন সেটার উপযুক্ত সময়ও নয়।’
এদিকে উহানের ল্যাব নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারবার যে অভিযোগ তুলছেন, তা আবারও অস্বীকার করে একে যুক্তরাষ্ট্রের ‘ষড়যন্ত্রতত্ত্ব’ বলে উল্লেখ করেছে চীন। বৃহস্পতিবার( ১৬ এপ্রিল) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) স্বীকার করেছে করোনাভাইরাস চীনের ল্যাবে তৈরি হয়েছে, এমন কোনো প্রমাণ নেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জহো লিজিয়ান বলেন, ‘আমরা বারবার যে দাবিটি করে আসছি তার সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও একমত। চীনের ল্যাব থেকে এ ভাইরাসের উৎপত্তি হয়নি।’
ডিসেম্বরের শেষ দিকে উহান থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকেই ট্রাম্প বলে আসছেন, এই ভাইরাস ‘চায়নিজ ভাইরাস’, ‘উহান ভাইরাস’। চীনের উহান থেকে পরিকল্পিতভাবে এই ভাইরাস বিশ্বজুড়ে ছড়ানো হয়েছে বলেও ইঙ্গিত করেছেন তিনি। বিষয়টি মোকাবেলায় ডাব্লিউএইচও ‘ব্যর্থ হয়েছে’ অভিযোগ তুলে সংস্থাটিকে অর্থায়নও বন্ধ ঘোষণা করেছেন ট্রাম্প।