আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় জ্বালানির ট্রাক বিস্ফোরিত হয়ে ৪৮ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল রোববার নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলের নাইজার রাজ্যে এ দুর্ঘটনা ঘটে।
জ্বালানির যে ট্রাকটি বিস্ফোরিত হয়েছে সেটির সঙ্গে আরেকটি ট্রাকের সংঘর্ষ হয়। এরপরই এটিতে বোমার মতো বিস্ফোরণ ঘটে।
নাইজার রাজ্যের জরুরি ব্যবস্থাপনা এজেন্সি জানিয়েছে, জ্বালানির ট্রাকের সঙ্গে অন্য যে ট্রাকের সংঘর্ষ ঘটে সেটিতে করে গবাদি পশু ও সাধারণ মানুষ পরিবহন করা হচ্ছিল। বিস্ফোরণের পর আশপাশে থাকা গাড়িতে আগুন ধরে যায়।
জরুরি ব্যবস্থা এজেন্সির মুখপাত্র হুসেইনি ইব্রাহিম বলেছেন, দুর্ঘটনায় ৪৮ জনের মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনাস্থলের পরিস্থিতি নিরূপণে তখনো কাজ চলছিল বলে জানান তিনি।
সূত্র: রয়টার্স