প্রত্যয় ডেস্ক, বদরুল ইসলাম বিপ্লব,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে আঞ্চলিক মহাসড়কের ডিভাইডারে ষ্ট্রিট লাইট স্থাপনের মাধ্যমে আলোকিত করণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে সড়ক ও জনপথ ভবন চত্বরের সামনে ফলক উন্মোচন ও বেলুন উড়িয়ে প্রকল্পের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
সড়ক ও জনপথ ভবন চত্বরে আয়োজিত আলোচনা সভায় সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনসুরুল আজিজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, জেলা আ’লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, নেসকোর নির্বাহী প্রকৌশলী গোলাম সারওয়ার প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন মুজিববর্ষে পৌর বাসীকে আলোকিত সড়ক উপহার দিতে পারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ প্রকল্প উদ্বোধনের মাধ্যমে ঠাকুরগাঁওয়ের চলমান উন্নয়ন কাজে নতুন মাত্রা যোগ হল। মুজিববর্ষে পৌরবাসীকে আলোকিত করতে পেরে আমি আনন্দিত। ঠাকুরগাঁওয়ের উন্নয়নে আমি কোন আপোষ করিনি।
উল্লেখ্য, ঠাকুরগাঁও আঞ্চলিক মহাসড়কের ডিভাইডারে স্ট্রিট লাইট স্থাপনের মাধ্যমে আলোকিতকরন প্রকল্পের আওতায় ৪ কোটি ১৬ লক্ষ টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগ এর তত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়িত হয়।