আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা আল-কাসেম ব্রিগেডস জানিয়েছে, তারা আজ সোমবার (১ এপ্রিল) গাজায় দখলদার ইসরায়েলি সেনাদের একটি দলকে অ্যাম্বুশের মুখে ফেলতে সমর্থ হয়েছিল।
ওই সময় ইউনিস শহরের কাছে ইসরায়েলি সেনাদের দলটিকে বহনকারী সাঁজোয়া যান লক্ষ্য করে ইয়াসিন ১০৫ রকেট দিয়ে হামলা চালানো হয়। ওই সময় সাত ইসরায়েলি সেনাকের লক্ষ্য করে আরেকটি রকেট দিয়ে হামলা চালানো হয়।
হামলার পরপরই একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত হয়। ওই সময় তাদের সঙ্গে হামাসের যোদ্ধাদের প্রবল লড়াই শুরু হয়। এতে ওই সেনাদের সবাই আহত অথবা নিহত হয়েছে। কেউ অক্ষত অবস্থায় ফিরতে পারেনি।
গত ৭ অক্টোবর গাজার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে এক হাজার হামাস যোদ্ধা। সেখানে নির্বিচারে গুলি চালিয়ে ১ হাজার ২০০ জন মানুষকে হত্যার পাশাপাশি ২৪০ জনকে জিম্মি হিসেবেও ধরে নিয়ে যায় তারা।
অভূতপূর্ব এই হামলার জবাবে সেই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে আইডিএফ। ইসরায়েলি সেনাদের গত প্রায় ৭ মাসের অভিযানে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন অন্তত ৩২ হাজার ৭০০ জন মানুষ, আহত হয়েছেন আরও প্রায় ৭৫ হাজার জন। হতাহতদের অধিকাংশই বেসামরিক ফিলিস্তিনি। এছাড়া ইসরায়েলি বাহিনীর বোমায় বাস্তুচ্যুত হয়েছেন আরও লাখ লাখ ফিলিস্তিনি।
সূত্র: দ্য নিউ আরব