স্পোর্টস ডেস্ক: চলতি মৌসুমে ইউরোপা লিগের শেষ ষোলোতে খেলা আগেই নিশ্চিত করেছে লিভারপুল। তবে গ্রুপপর্বের শেষটা ভালো হয়নি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির। ‘অখ্যাত’ ক্লাব ইউনিয়ন সেন্ট-গিলোইসের কাছে হেরে প্রথম রাউন্ড শেষ করেছে দ্য রেডরা।
ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদার প্রতিযোগিতা ইউরোপা লিগের ই-গ্রুপে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করেছে লিভারপুল। তবে শেষ ম্যাচে হারের দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ।
বৃহস্পতিবার রাতে বেলজিয়ামের ক্লাব ইউনিয়নের মাঠেই খেলতে গিয়েছিল লিভারপুল। ম্যাচের ৩২তম মিনিটে মোহাম্মদ আমৌরার গোলে ১-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা। গোল শোধ করতে লিভারপুলও বেশি সময় নেইনি। ৭ মিনিট পর জারেল কোয়ানসাহ গোল করে লিভারপুলকে সমতায় ফেরান।
কিন্তু বিরতিতে যাওয়ার আগে (৪৩তম মিনিটে) ফের গোলকে লিভারপুলকে ২-১ গোলে পেছনে ফেলে দেয় ইউনিয়নের সুইস মিডফিল্ডার ক্যামেরন পুয়ের্টাস। দ্বিতীয়ার্ধে নেমে আর গোল পায়নি কোনো দল। অবশেষে একাদশে ৯ পরিবর্তন নিয়ে খেলা লিভালপুল হেরেই মাঠ ছেড়েছে।