প্রত্যয় ডেস্ক:বাংলা অটোমোবাইল স্কুল ও অটোমোবাইল পাঠশালার যৌথ উদ্যেগে আয়োজিত অটোমোবাইল টেকনোলজি কম্পিটিশন শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয় ২৪ জুলাই ২০২০ অনলাইনে। বাংলাদেশে এই ধরনের কর্মশালা এই প্রথম অনুষ্ঠিত হলো।
উক্ত কর্মশালায় প্রায় ১১ জন অংশগ্রহন করেন, Google Meet এ অনুষ্ঠিত এ কর্মশালায় অংশগ্রহনকারী ১১ জনকে কর্মশালা শেষে ডিজিটাল মাধ্যমে সার্টিফিকেট প্রদান করা হয়।
বর্তমান বিশ্বে পরিষ্কার জ্বালানী শক্তি সমাধানের উদ্দেশ্যে ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদের ধারণা এবং তত্ত্বগুলি কার্যত পরীক্ষার জন্য অটোমোবাইল প্রযুক্তি প্রতিযোগিতা একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে।
উক্ত প্রতিযোগিতাগুলোতে অংশ নিতে হলে একজন অংশগ্রহনকারীকে কিভাবে প্রস্তুত হতে হয় এবং কিভাবে এগোতে হয়, তা নিয়ে উক্ত কর্মশালার প্রশিক্ষক জনাব আসিফ জাহিদুল হক বিস্তারিত জ্ঞান প্রদান করেন। অটোমোবাইল প্রযুক্তি প্রতিযোগিতা কি, কিভাবে প্রতিযোগিতার জন্য প্রকল্প ম্যানেজ করা যায়, তা নিয়েও আলাপ করেন তিনি।
কর্মশালার প্রশিক্ষক আসিফ জাহিদুল হক পেশায় একজন মেকানিকাল ইঞ্জিনিয়ার, তিনি আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। বর্তমানে ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। এছাড়া, ২০১৫ সালে ফিলিপাইনের ম্যানিলাতে অনুষ্ঠিত ”শেল ইকো ম্যারাথন” প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন । বিভিন্ন অটোমোটিভ টেকনোলজি প্রজেক্ট এ ডিজাইনার হিসেবে অভিজ্ঞতা অর্জন করেছেন।