ওয়েব ডেস্ক রিপোর্ট :শেরপুর জেলা শহরের অটোরিক্সা চালক খোকন পরিবারের সবার পেটের জ্বালা মেটাতে রাস্তায় নেমেছিলো লকডাউন শিথিল হবার পর। কিন্তু এক হৃদয়হীন ট্রাফিক পুলিশ খোকনের অটোরিক্সার সিটটি ফোয়ারার পানিতে ফেলে দিলে খোকন সিটটি উদ্ধার করতে পানিতে নেমেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
তৃত্বীয় বিশ্বের দরিদ্র একটি রাষ্ট্র বাংলাদেশের জনগনকে অর্থ এবং খাদ্য সাহায্য দেবার মতো সামর্থ বা সদিচ্ছা যেহেতু সরকারের নেই, তাহলে সেই রাষ্ট্রের গরিব ক্ষুদার্থ জনগনকে কাজ করার সুযোগ কেনো দেওয়া হচ্ছে না?
সরকারী প্রণোদনার অর্থের কথা বলছেন? সেই অর্থ যে দলীয় চোরদের পেট ভরার জন্য।
#কালেক্টেড
কথাটা যদি সত্যি হয় তাহলে এর শুষ্ঠ বিচার চাই।
রিপোর্ট:ফাতেমা ফেরদৌস রেসিম,লন্ডন।