প্রত্যয় নিউজ ডেস্কঃ অবশেষে আইফোন ১২ আনতে যাচ্ছে অ্যাপল। ঘোষণা আসতে পারে অক্টোবর নাগাদ। এরিমধ্যে অ্যাপল জানিয়েছে বছরের শেষ নাগাদ নতুন ফোনের চাহিদা মেটাতে সারে সাত কোটি আইফোন তৈরী করতে যাচ্ছে অ্যাপল।
প্রতিবছর সেপ্টেম্বর মাস এলেই প্রযুক্তিবিদদের নজর থাকে অ্যাপলএর দিকে।কারন প্রতিবছর এই মাসেই আইফোনের নতুন সংস্করন নিয়ে প্রস্তুত থাকে প্রতিষ্ঠানটি। তবে এবছর অ্যাপল প্রেমিরা সংকায় ছিলো যে, আদো এবছর নতুন আইফোন আসবে কি না? এর পেছনে কারণ ছিলো বৈশ্বিক মহামারী।
তবে ভক্তদের হতাস হবার কিছু নেই বলে জানিয়েছে এপল। কারন তারা আইফোনের সম্পূর্ণ নতুন সংস্করণ নিয়ে বাজারে আসছে। তবে তা কিছুটা পিছিয়ে অক্টোবরে বাজারে আসছে। এই খবরটি পাওয়া মাত্রই আইফোন ব্যবহারকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
এবছর আইফোন ১২ এর মোট চারটি ভার্সন বাজারে আনতে যাচ্ছে অ্যাপল। যার মধ্যে থাকছে ২ টি রেগুলার ও ২ টি প্রো-ভার্সন। রেগুলার আইফোন ১২ এর ৫.৪’ ও ৬.১” ডিস্প্লের অপশন থাকবে। এছাড়াও প্রো ভার্সনে থাকবে ৬.১” ও ৬.৭” এর ডিস্প্লে। এই আইফোন প্রো-ম্যাক্স ফোনটি হতে যাচ্ছে সবচেয়ে বড় ডিসপ্লে এর আইফোন।
একই সাথে নতুন আইফোনে থাকছে ৩ টি ক্যামেরা সেটাপ। যার প্রাথমিক সেন্সর ১৬ মেগা পিক্সেলের সঙ্গে থাকবে আল্ট্রা ওয়াইড এঙ্গেল ক্যামেরা এবং টেলিফটো ক্যামেরাও থাকবে। এছারাও এতে থাকবে এ১৪ প্রসেসর যার দ্বারা এর গতি এবং কার্যক্ষমতা বাড়াবে। তবে নতুন আইফোনের সবচেয়ে আকর্ষনীয় ফিচার থাকছে ৫জি নেটওয়ার্ক এর ব্যবহার।
তবে তথপ্রযুক্তি বিশ্লেষকদের মতে ফিচার বেশি থাকা সত্বেও আইফোন ১১ এর তুলনায় এর দাম কমতে পারে। নতুন আইফোনের দাম ৬৪৯ ডলার থেকে শুরু করে ১০৯৯ ডলারের মধ্যে থাকবে। অর্থাৎ বাংলাদেশি টাকায় ৫৫ হাজার থেকে শুরু করে ৯৩ হাজার টাকার মধ্যে থাকবে এই আইফোনটির দাম।
আইফোন প্রেমিদের জন্যে ইহা ভালো খবর কারণ। যেখানে গতবছর বাজারে আসা আইফোন ১১ এর সর্বনিম্ন দাম ছিলো ৬০ হাজার টাকা।
শুধু ৫জি আইফোনই নয় এবছর নতুন অ্যাপল ওয়াচ, আইপ্যাড, অ্যাপল টিভি বক্স এবং ছোট আকারের হোমপড ও বাজারে আনতে যাচ্ছে অ্যাপল।
সোর্সঃ ফোর্বস, অ্যাপল ইনসাইডার, বিজনেস রিপোর্ট।