নিজস্ব প্রতিবেদক: অনেকেই কৌতুহল নিয়ে জানতে চায়, মীরাক্কেলের অডিশন, গ্রুমিং, শুটিং সহ ভেতরে-বাইরের নানান গল্প। জানতে চায় কলকাতায় অবস্থানকালীন মজার মজার ঘটে যাওয়া অপ্রকাশিত ঘটনা। এসকল প্রশ্নের সাবলীল সহজ প্রকাশ “মীরাক্কেল এক্সপ্রেস ” বইটিতে।
আরো থাকছে, লেখকের মীরাক্কেলের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গল্প, অভিজ্ঞতা। না জানা, মীরাক্কেলের বিভিন্ন খুঁটিনাটি- আদ্যোপান্ত। সাথে সংযোগ করা হয়েছে কলকাতা ও মীরাক্কেল জার্নির কিছু স্মৃতি বিজড়িত ছবিসমূহ। সবশেষ রয়েছে, পাঠকদের মুখে -হাসি ফোটানোর চেষ্টায় বেশকিছু মজার জোকস।
শিখা প্রকাশনীর ব্যানারে প্রকাশিত বইটি পাঠকদের জন্য থাকছে রকমারি “অর্ডার”, বই বাজার সহ বিভিন্ন অনলাইনে প্লাটফর্মের মাধ্যমে সংগ্রহ করার সুযোগ।
বইটির লেখক আফনান আহমেদ রাশেদ ছিলেন মীরাক্কেল সিজন টেনের অন্যতম ফাইনালিস্ট ।পড়াশোন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকায়। পেশাগত জীবনে স্ট্যান্ড-আপ-কমেডিয়ান, স্ক্রিপ্ট রাইটার। তরুন এই লেখক এবং স্ট্যান্ড আপ কমেডিয়ানের ভাষ্যমতে দর্শকদের ভালোবাসা তাকে বিমোহিত করে বলেই হয়তো নিজেকে রেডিও, টেলিভিশন কিংবা মঞ্চে
এখনও সরব রেখেছেন।
বইটির সম্পর্কে লেখকের কাছে জানতে চাইলে তিনি বলেন,” আমার প্রথম বই হওয়ায়,একটু কৌতুহল বেশী কাজ করছে। তবে বইটি নিয়ে আমি বেশ আশাবাদী। নিজেকে নিয়ে আরো ভিন্নভাবে স্বপ্ন দেখি। কিন্তু এই বইটি আমার স্ট্যান্ড আপ কমেডি’র ক্যারিয়ারে স্মৃতি হিসেবে থাকবে।
‘’ বইটি সম্পর্কে প্রকাশক নাফিজুল ইসলাম সাব্বি বলেন, যারা স্ট্যান্ড আপ কমেডি পছন্দ করেন কিংবা মীরাক্কেল কে পছন্দ করেন। তাদের জন্য একটি দারুন বই এবারে শিখা প্রকাশনীর ” মীরাক্কেল এক্সপ্রেস”।
ভিন্নধর্মী এই বইটিতে রয়েছে “ফুল অব ইন্টারটেইনমেন্ট প্যাকেজ”। আশা করি,পাঠকদের বেশ ভালো লাগবে। আমরাও অপেক্ষায় আছি,এই বিশেষ আকর্ষণের বই পাঠকদের উপহার দিতে।
ভবিষ্যতে টেলিভিশনের পর্দায় ও বইয়ের পাতায় নিজের আরো সৃষ্টিশীল কাজ নিয়ে সক্রিয় থাকার আগ্রহের কথা জানিয়েছেন বইটির লেখক আফনান আহমেদ রাশেদ ।
উল্লেখ্য, মীরাক্কেল ভারতের একটি জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি অনুষ্ঠান। জি-বাংলায় প্রচারিত এই কৌতুকাশ্রয়ী রিয়েলিটি শোর উপস্থাপক মীর। ২০০৬ সালে শুরু হওয়া এই অনুষ্ঠানটি ভারত, বাংলাদেশ এবং সারা পৃথিবীর বাংলা ভাষার মানুষের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান হিসেবে স্থান করে নিয়েছে।