দৈনিক প্রত্যয় ডেস্কঃ করোনা মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নিজ এলাকাকে সুরক্ষিত রাখতে, আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফী বিন মোর্ত্তজা।করোনা আক্রান্ত থাকাকালীন এই প্রথম সাতক্ষীরার লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এক ভিডিও কনফারেন্সে এমন কথা জানান ম্যাশ। অসুস্থ শরীর নিয়েও দীর্ঘক্ষণ মানুষকে সচেতন করতে বক্তব্য রাখেন মাশরাফী।
এসময় তিনি করোনা পরিস্থিতি সামাল দিতে নড়াইলের প্রতিটি ওয়ার্ডে ১০ জন করে স্বেচ্ছাসেবী কাজ করার নির্দেশ দেন। এছাড়া , ১০ জুলাই থেকে লোহাগড়া ও নড়াইল সদরে দুটি বুথের মাধ্যমে করোণা রোগীদের সবসময় অক্সিমিটার ও অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করবে বলে জানান তিনি।প্রায় ১৭ দিন ধরে মানুষের কাছ থেকে দূরে আছেন মাশরাফী। সুস্থ হয়ে দ্রুতই সবার মাঝে ফিরতে দেশবাসীর দোয়া চান তিনি।
এদিকে, মাশরাফীর স্ত্রী সুমনা হক সুমিও করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার (৬ জুলাই) রাতে মাশরাফীর পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়, বর্তমানে ঢাকার বাসায় থেকে সুমনা হক সুমি চিকিৎসা নিচ্ছেন। সুমির শারীরিক অবস্থা ভালো।এর আগে নড়াইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফী বিন মর্তুজা করোনায় আক্রান্ত হন। গত ২০ জুন চিকিৎসকরা জানান, মাশরাফীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ঘরে বসে করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়ার জন্য ঢাকার নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন সবার প্রিয় ম্যাশ।
মাশরাফী করোনা আক্রান্ত হওয়ার দুই দিন পর তার একমাত্র ছোট ভাই মুরসালিন বিন মর্তুজা (সিজার) করোনায় আক্রান্ত হন। চিকিৎসকের পরামর্শে ঢাকার বাসায় আইসোলেশনে রয়েছেন মাশরাফী, ছোট ভাই সিজার এবং স্ত্রী সুমি।
ডিপিআর/ জাহিরুল মিলন