অস্ট্রিয়ায় করোনার তৃতীয় প্রাদুর্ভাবে আশঙ্কাজনক ভাবে স্কুলের কোমলমতি শিশুরা করোনার অধিক পরিমাণে আক্রান্ত হচ্ছেন। অস্ট্রিয়ার জনপ্রিয়তা অনলাইন পত্রিকা Oe24 জানিয়েছেন,অস্ট্রিয়ার স্কুল সমূহ বর্তমানে করোনার হটস্পটে পরিণত হয়েছে।
পত্রিকাটি জানিয়েছেন স্কুলে করোনার পরীক্ষা বৃদ্ধির সাথে সাথে সংক্রমণ সনাক্তও দ্বিগুণ বেড়ে যাওয়ার ফলে সকল মহলে উদ্বেগ বেড়ে গেছে। ইতিমধ্যেই দেশের একজন শীর্ষ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ রাস্ট্রীয় টেলিভিশন ORF এর সংবাদ বিষয়ক অনুষ্ঠান ZIB এ এসে আগামী মাসের প্রথম সপ্তাহে ইস্টারের ছুটির পর আর স্কুল না খুলতে পরামর্শ দিয়েছেন।অর্থাৎ করোনার সংক্রমণের বিস্তার হ্রাস না পাওয়া পর্যন্ত স্কুল পুনরায় বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন সরকারকে। ধারণা করা হচ্ছে সোমবার সরকারের নীতিনির্ধারকদের দেশের সংক্রমণ রোগ বিশেষজ্ঞ,রাজ্য গভর্নর এবং বিরোধীদলের সাথে আলোচনার সময় স্কুলের বিষয়টি নিয়েও ব্যাপক আলোচনা হবে।
শুক্রবার থেকে অস্ট্রিয়ার শিক্ষামন্ত্রণালয়ের নির্দেশে দেশের সমস্ত স্কুলে সপ্তাহে তিনবার করোনার দ্রুত এন্টিজেন পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে স্কুলে সোমবার এবং বুধবার ছাড়াও, প্রতি শুক্রবারও শিশু শিক্ষার্থীদের জন্য করোনার অ্যান্টিজেন পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এই অতিরিক্ত পরীক্ষার ফলে এখন থেকে প্রতি সপ্তাহে অস্ট্রিয়ান স্কুলগুলিতে প্রায়
২ মিলিয়ন “নাক ড্রিল” পরীক্ষা সম্পন্ন করা হচ্ছে। শুক্রবার অস্ট্রিয়ার শিক্ষামন্ত্রী হাইঞ্জ ফ্যানম্যান এক সাক্ষাৎকারে বলেন, “যতটা সম্ভব নিরাপদে স্কুল পরিচালনা করা” এই পরীক্ষা বৃদ্ধির লক্ষ্য।
গত ২ সপ্তাহে অস্ট্রিয়ার স্কুলে সমূহে আকস্মিকভাবে করোনার সংক্রমণের বিস্তার লাভ করেছে। সংক্রমণের এক পরিসংখ্যানে দেখা গেছে,গত কয়েক দিন ধরে ৫ থেকে ১৪ বৎসর বয়সী শিশুদের মধ্যে করোনার সংক্রমণ ধারাবাহিকভাবে বেড়েছে। ভিয়েনায় এই বয়সী শিশু শিক্ষার্থীদের মধ্যে ইতিমধ্যেই প্রায় ৪০০ শত শিশুর করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। তাছাড়াও বুর্গেনল্যান্ড, লোয়ার অস্ট্রিয়া এবং সালজবার্গেও এই সংখ্যা ৩০০ শতেরও উপরে।
অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছেন যে,গত ৫ দিনে সমগ্র অস্ট্রিয়ায় ১,০১৫ জন শিশু শিক্ষার্থী করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছে। তবে বিশেষত আঞ্চলিকভাবে বড় পার্থক্য রয়েছে।
ভিয়েনায় গত সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ৫ দিনে সংক্রমিত হয়েছেন ৬০৬ জন শিক্ষার্থী। যা গত সপ্তাহের সংক্রমিত সনাক্ত ৩৪৫ জনের প্রায় দ্বিগুণ।
অবশ্য গত বৃহস্পতিবার অস্ট্রিয়ার শিক্ষামন্ত্রণালয় এক স্কুল সমূহে এক নির্দেশ জারি করে বলেন,যে স্কুলে ২ জন শিক্ষার্থীর করোনা পজিটিভ সনাক্ত হবে,সে স্কুল অনতিবিলম্বে কমপক্ষে ২ সপ্তাহের জন্য বন্ধ থাকবে।
সংক্রমণ রোগ বিশেষজ্ঞরা স্কুলে করোনার সংক্রমণ বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন এবং অনেকেই আশঙ্কা করে বলেন,স্কুল এখন করোনার একটি বড় ক্লাস্টার। বর্তমানে করোনায় পরীক্ষায় পজিটিভ সংখ্যা কেবল বেড়েছে তা নয়, ক্লাস্টারগুলিতে, বিশেষত প্রাথমিক বিদ্যালয়েও আগের তুলনায় বেশি শিশু আক্রান্ত হচ্ছে। শুধুমাত্র ভিয়েনায় এখন পর্যন্ত ৮ টি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে এবং সমগ্র অস্ট্রিয়ায় এই সপ্তাহে মোট ২৪ টি স্কুল বন্ধ করা হয়েছে করোনার সংক্রমণের জন্য।