সুমন,মোংলা(বাগেরহাট)সংবাদদাতাঃ মোংলা উপজেলার দিগরাজ ঐতিহ্যবাহী আইডিয়াল প্রি ক্যাডেট স্কুলে পবিত্র সিরাতুন্নবী(সা.)উদযাপিত হয়েছে।
আজ সোমবার(০২অক্টোবর)সকাল ১০ টায় বিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগীতা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আইডিয়াল প্রি ক্যাডেট স্কুলের আয়োজনে অনুষ্ঠানে মো:জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্কুলের সনামধন্য প্রধান শিক্ষক মো:হায়দার আলী শেখ।
এসময়ে উপস্থিত ছিলেন দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক জনাব মো:আবু নাসের, মসজিদুল আকসা জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ মো:আল-আমিন,বায়তুন নূর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃশহিদুল ইসলাম।স্কুলের শিক্ষকমন্ডলী,অভিভাবকবৃন্দ,ছাত্র-ছাত্রী,ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন একটি আলোকিত সমাজ গড়তে হলে রাসুল (সা.) এর জীবনকে অনুসরণ করতে হবে।আমরা ভালো পথের অনুসারী হতে হলে লহ্ম্য করতে হবে হযরত মুহাম্মদের জীবনকে। হযরত মুহাম্মদ( সা.)উচ্চমাপের ব্যাক্তি।তার ছিলনা হিংসা দেষ,তার কাছে সবাই সমান।মহা নবীর কথা বলে শেষ করার মতো নয়।সারাদিনেও নবীর কথা বলে শেষ করা যাবেনা।
আলোচনা সভায় সিরাতুন্নবী (সা.)উদযাপন উপলক্ষে আয়োজিত প বিত্র কোরআন তেলওয়াত, ইসলামি সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।শেষে স্কুলের আরবি শিক্ষক হাফেজ মাওলানা মো:শহিদুল ইসলাম মোনাজাত পরিচালনা করেন।
পরিশেষে সকলের মাঝে তবারক বিতরন করা হয়।