ইমরান ইমন: মহামারী করোনায় পুরো বিশ্বের জনপদ গুলো যখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে তখন প্রণয় আভা নিয়ে পৃথিবীর বুকে ফুটে উঠবে ‘পিঙ্ক মুন’ বা গোলাপী চাঁদ।
চলতি বছরের মধ্যে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসছে চাঁদ। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলেছে, এই সুপারমুন ‘পিঙ্ক মুন’ নামেই পরিচিত। তারা সবাইকে চাঁদ দেখতে উৎসাহিত করেছে।
বাংলাদেশ সময় বুধবার রাতে এ বছরের সবচেয়ে বড় এবং সবচেয়ে উজ্জ্বল চাঁদ দেখা যাবে।
দৈনিক প্রত্যয়ের পক্ষ থেকে লক ডাউনের সময়টাতে প্রাণের জোয়ার আনতে সব পাঠককে আজকের ‘পিঙ্ক মুন’ দেখার আমন্ত্রণ রইলো।