চট্রগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করেছেন খোরশেদ আলম সুজন। নির্বাচনের মাধ্যমে নতুন মেয়র নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি চসিক প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।
আজ বৃহস্পতিবার(৬ আগস্ট) সকালে সদ্য বিদায়ী মেয়র আজম নাছির উদ্দিনের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। এ সময় তাকে স্বাগত জানান চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দোহা।
পরে চসিক সম্মেলন কক্ষে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন খোরশেদ আলম সুজন। পরে চসিক সম্মেলন কক্ষে গিয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি।
এ সময় তিনি বলেন, যারা দুর্নিতি করেছেন আজকে থেকে তওবা করেন। কোন দুর্নিতিবাজ কর্মকর্তা – কর্মচারীকে ছাড় দেয়া হবেনা। সর্বোচ্চ সততার সাথে আমি দায়িত্ব পালন করবো।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দোহা, প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল আলম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমদ ও প্রধান নগর পরিকল্পনা কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ। প্রসঙ্গত করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কায় স্থগিত রয়েছে চসিক নির্বাচন। গত মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রাণালয় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, বর্ষীয়ান রাজনীতিক খোরশেদ আলম সুজনকে চসিক প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে।