নিজস্ব প্রতিবেদক: রোববার থেকে সারাদেশে বিক্রি শুরু হয়েছে টিসিবি’র ৪টি পণ্য। সকাল ১০টা থেকেই শান্তিনগর বাজারের কাছে মানুষের ভিড়। একটাই উদ্দেশ্যে কিছুটা কম দামে পেয়াজ কিনবে। কিন্তু এর সঙ্গে যোগ হয়েছে মশুর ডাল, চিনি আর সয়াবিন তেল। যেখানে পেয়াজের দাম বাজারে ৬০ থেকে ৭০ টাকা,সেখানে টিসিবি বিক্রি করেছে ৩০টাকায়। হঠাৎ করে বাজারে পেয়াজের দাম বেড়ে যাওয়ায় টিসিবি এই উদ্যোগ নেয়। এর ফলে ক্রেতারা বেশ সন্তোষ প্রকাশ করেছে।
প্রথম দিনে জাতীয় প্রেসক্লাবের সামনে বৃষ্টির কারণে তেমন ভিড় দেখা যায়নি। তবে ট্রাকে বিক্রি করা টিসিবির এক কর্মচারী জানায়, সরকারি কর্মচারীরা ইতোমধ্যে খবর পেয়ে গেছে। আমাদের এই ভ্রাম্যমান ট্রাক বেলা ৪টা পর্যন্ত অবস্থান করবো। প্রথম দিনে পেয়াজ বেশি বিক্রি হয়েছে বলে জানা গেছে। তবে অনেকেই দাম বাজার অপেক্ষা কম থাকায় মশুর ডাল, চিনি ও সয়াবিন তেল কিনেছে। টিসিবি’র মশুর ডাল কেজিেেত ৫০টাকা, চিনি ৫০টাকা ও সয়াবিন লিটার প্রতি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
জানা গেছে, পুরোমাসব্যাপি এই টিসিবি’র ভ্রাম্যমান ট্রাক রাজধানীর বিভিন্ন পয়েন্টে থেকে তাদের পণ্য বিক্রি করবে। একই সঙ্গে সারাদেশে বিভিন্ন জেলায় ভ্রাম্যমান ট্রাকে টিসিবির পণ্য বিক্রি অব্যাহত রাখবে আগামি ১ অক্টোবর পর্যন্ত।প্রত্যেকে ২ কেজি করে এই ৪টি পণ্য কিনতে পারবে বলে জানিয়েছে টিসিবি কর্তৃপক্ষ। তবে শুক্রবার আর শনিবার এই পণ্য বিক্রি হবে না।