নিজস্ব প্রতিবেদক: কঠিন সংকটের পরিস্থিতিতেই আজ উদযাপিত হচ্ছে বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে দলটির আত্মপ্রকাশ হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান দুঃসময়ে জনগণকে সংগঠিত করার কোনো বিকল্প নেই। জনগণের নিরাপত্তা বিধানের জন্যই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে হয়রানির খড়গ ঝুলিয়ে রাখা হয়েছে।
খালেদা জিয়া প্রতিহিংসার শিকার। কারণ তিনিই গণতন্ত্রের প্রতীক এবং জনগণের নাগরিক ও বাক-ব্যক্তি স্বাধীনতার পক্ষে প্রধান কণ্ঠস্বর। পাশাপাশি দেশের যে কোনো ক্রান্তিলগ্নে সবাইকে ঐক্যবদ্ধ থেকে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতি গুরুত্বারোপ করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে দেশবাসীকে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
সামাজিক দূরত্ব বজায় রেখে বিএনপি সব কর্মসূচি পালন করবে বলেও জানানো হয় দলটির পক্ষ থেকে-
কর্মসূচি অনুযায়ী- ১ সেপ্টেম্বর সকাল ৬টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এবং সারাদেশে বিএনপির অন্যান্য কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। একইদিন বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া পাঠ করবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা।
পরে বিএনপির ঢাকা দক্ষিণ ও উত্তরের নেতা-কর্মীরা জিয়ার কবরে শ্রদ্ধা জানাবেন। একইদিন বিকেল ৩টায় ভার্চুয়াল আলোচনার আয়োজন করবে দলটি। আলোচনাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিএনপির সহযোগী সংগঠনগুলো প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে জানানো হয়েছে। এ ছাড়া সারাদেশের ইউনিটগুলো নিজ নিজ সুবিধানুযায়ী ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করবে। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। দলটি বেশ কয়েকবার দেশ শাসন করেছে।