বুধবার আদালতের চিফ প্রসিকিউটর ফাতু বেনসৌদা এক বিবৃতিতে ফিলিস্তিনের কাছ থেকে দখল করা ভূমিতে ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে কি না সে বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে এ বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপির।
বেনসৌদা আগেই জানিয়েছিলেন, ২০১৪ সালের গাজায় সহিংসতা চলাকালীন ইসরায়েলি সামরিক বাহিনী, ইসরায়েলি কর্তৃপক্ষ, হামাস এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর মাধ্যমে অপরাধ সংঘটিত হয়েছে বলে বিশ্বাস করার ‘যুক্তিসঙ্গত ভিত্তি’ রয়েছে। বুধবারের বিবৃতিতে তিনি বলেছেন, ফিলিস্তিনের পরিস্থিতি বিবেচনায় আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটরের কার্যালয়ের তদন্ত শুরুর বিষয়টি আজ নিশ্চিত করছি।
ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইজরায়েলি যুদ্ধাপরাধের তদন্ত বন্ধ করতে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) উপর চাপ সৃষ্টি করার জন্য ইজরায়েল একটি আন্তর্জাতিক প্রচারাভিযান শুরু করা হয়েছিল।