স্পোর্টস তেস্ক: সাকিব আল হাসান আর দশজন খেলোয়াড়ের থেকে যেমন আলাদা। তার কথাবার্তার ধরনও আলাদা। সাকিবের কথা বলার মধ্যে বরাবরই একটা ‘সাকিবীয়-স্টাইল’ থাকে। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে জয়ের পর রংপুর রাইডার্সের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেও সে স্টাইলের বাইরে গেলেন না সাকিব।
তার চোখে সমস্যা, যার জন্য ব্যাটিং করতে সমস্যা হচ্ছে। বল ঠিকভাবে দেখতে পারছেন না। সাকিব নিজেই জানিয়েছিলেন, বিশ্বকাপের সময় থেকে তার চোখে ঠিকভাবে দেখতে সমস্যা হচ্ছে। পরে বিসিবির পক্ষ থেকে জানানো হয়, সাকিব চোখের সমস্যায় ভুগছেন।
সংবাদ সম্মেলনে প্রথম প্রশ্নটাই এলো তাই চোখ নিয়ে। এখন কী অবস্থা চোখের? সাকিবের সংক্ষিপ্ত উত্তর, ‘ভালো আছে।’
চোখের সমস্যার কারণে ব্যাটিংয়ে সমস্যা হচ্ছে কিনা? সমস্যাটা বিস্তারিত জানতে এমন প্রশ্ন করা হলে সাকিবের উল্টো প্রশ্ন, ‘আপনাকে কে বলছে চোখের জন্য প্রবলেম হচ্ছে (হাসি)?’
সাকিবের সেই মজার ছলে উত্তর দেওয়া চললো সংবাদ সম্মেলনের বেশিরভাগ অংশ জুড়েই। রংপুর রাইডার্সের গত ম্যাচের পর অধিনায়ক নুরুল হাসান সোহানকে সাকিব প্রসঙ্গে অনেক প্রশ্ন শুনতে হয়। সোহান বলেছিলেন, সাকিব ভাইকে অনুরোধ করব পরেরবার যেন উনি আসেন।
সোহানের সেই অনুরোধেই এলেন কিনা? এবারও সাকিবের কৌতুকমাখা উত্তর, ‘অনুরোধ করে নাই। সরাসরি অর্ডার দিয়েছে। ক্যাপ্টেন অর্ডার দিয়েছে আমি চলে আসছি।’
সংবাদ সম্মেলনে বারবার ঘুরেফিরে এলো, সাকিবের চোখের সমস্যার প্রসঙ্গই। চোখের যে অবস্থা এখন, আগের মতো ব্যাটিং কবে থেকে করতে পারবেন বলে মনে হচ্ছে? কতটা আত্মবিশ্বাসী সে অবস্থায় ফিরে আসতে?
সাকিবের উত্তর, ‘জানি না। আমার কোনো আইডিয়া নাই কখন এটা ঠিক হওয়ার সম্ভাবনা আছে। আর বারবার চোখ চোখ বলতেছেন। চোখের কোনো প্রবলেম নাই। আপনি চশমা পরে যেটা দেখেন, আমি চশমা না পরে তার চেয়ে ভালো দেখি (হাসি)।’
সমস্যা আসলে কোথায় হচ্ছে তাহলে? সাকিব বললেন, ‘(ডাক্তারি) টেস্টে কোনো সমস্যা নেই। কী সমস্যা হচ্ছে, আমিও এটাই খুঁজছি। আমি এটা বের করার চেষ্টা করছি। বাকিরাও চেষ্টা করছে।’
বারবার চেষ্টা করছেন, এতে সমস্যা আরও বেড়ে যাচ্ছে কিনা? এবারও সাকিবের রহস্যজড়ানো উত্তর, ‘এটা তো ভালো প্রশ্ন। এটার কারণে বেড়ে যাচ্ছে কিনা! আমি এটা কিভাবে খুঁজে বের করব? মাঝেমাঝে আমারও চিন্তা হয় এটা করা ঠিক হচ্ছে নাকি। আমিও কনফিউজড।’