আবহাওয়া: শুক্রবার সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
তবে আগামী কয়েকদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।
ঘূর্ণিঝড় ‘হামুন’ বিদায় নেওয়ার পর সারাদেশ প্রায় বৃষ্টিহীন। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ৬টা থেকে শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশের মধ্যে শুধু সিলেটে ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
শুক্রবার সকাল ৯ টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এসময় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আগামী দু’দিন (শনি ও রোববার) সারাদেশ বৃষ্টিহীন এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে জানিয়ে এ আবহাওয়াবিদ বলেন, আগামী পাঁচদিন দিন এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে।
শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছিল যশোর ও সৈয়দপুরে।