স্পোর্টস ডেস্ক: ২০২১ সালে মালদ্বীপের মালে স্টেডিয়ামের বিতর্কিত ঘটনারই যেন পুনরাবৃত্তি হলো ভারতের ভুবেনশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে। ভিয়েতনামের রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্তে স্বপ্ন ভেঙ্গে গেলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের।
বিরতির বাঁশির কিছুক্ষণ আগে বিস্ময়করভাবে রেফারি কিংসের আশরর গফুরভকে সরাসরি লালকার্ড দেখান। হতবাক হয়ে যায় কিংসের খেলোয়াড়, কোচ ও অফিসিয়ালরা। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন গফুরভ। প্রতিবাদে ফেটে ওঠে কিংসের ডাগআউট। কিন্তু রেফারি তার সিদ্ধান্তে অটল থাকলে বিরতির আগেই বড় ধাক্কা খায় কিংস।
বিরতির পর বাকি সময় ১০ জন নিয়ে খেলে কিংস ১-০ গোলে হেরে যায় ভারতের ক্লাব ওড়িশা এফসির কাছে। ৬১ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল হেডে কিংসের জালে জড়ান সেনেগালের দীর্ঘদেহী ডিফেন্ডার মৌরতাদা। কিংস চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি। টানা তৃতীয়বারের মতো তীরে এসে তরী ডুবলো অস্কার ব্রুজনের দলের।
দুই বছর আগে মালে স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচে ভারতের ক্লাব মোহনবাগানকে হারাতে পারলেই ইন্টার জোনাল সেমিফাইনালে উঠতো কিংস। ওই ম্যাচেও বিরতির বাঁশির আগে রেফারি লালকার্ড দেখিয়েছিলেন কিংসের ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরাকে। তখন কিংস এগিয়েছিল ১-০ গোলে। ১০ জনের দলের বিরুদ্ধে গোল করে মোহনবাগান ম্যাচে ফিরেছিল ৬২ মিনিটে। ১-১ গোলে ড্র করে মোহনবাগান উঠেছিল পরের রাউন্ডে।
সোমবারের ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কিংসের কোচ আশংকা করেছিলেন রেফারিং নিয়ে। ভুবনেশ্বর যাওয়ার পর থেকে স্বাগতিকদের আচরণ ভালো লাগছিল না এই স্প্যানিশ কোচের। এমন কি কিংসের হোটেলে গভীর রাত পর্যন্ত কনসার্ট আয়োজন করে ঘুমের ব্যাঘাত ঘটানো হয়েছিল খেলোয়াড়দের। অনুশীলন মাঠে বাংলাদেশ থেকে যাওয়া গণমাধ্যমকর্মীদের সঙ্গে খারাপ আচরণও করেছিলেন আয়োজক কর্মকর্তারা।
সব আশংকা মাঠে সত্যি প্রমান হয়েছে। বসুন্ধরাকে ১০ জনের দলে পরিণত করে ম্যাচ জিতে নিয়েছে ভারতীয় ক্লাবটি। সেই সঙ্গে আরেকবার স্বপ্নপূরণের দুয়ার থেকে ফিরতে হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের চারবারের চ্যাম্পিয়নদের।