মোঃতায়েফ তালুকদার ঃ সারাদেশে করোনা ভাইরাসে জনজীবনে নেমে এসেছে দুভোগ, অভাব-অনটন। এর থেকে ভোলার বোরহানউদ্দিন বাসীকে রক্ষা করতে সরকারের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন স্থানীয় পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম।
সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত করোনা সংক্রান্ত সচেতনতা মূলক মিটিং, কখনো অফিসে আগত অসহায় মানুষদের ত্রান বিতরন, আবার কখনো কখনো রাস্তায় টহলে ব্যস্ত থাকতেন এই কর্মঠ জনবান্ধব মেয়র।
এ বিষয়ে বোরহানউদ্দিন পৌরসভার মেয়র আলহজ্ব রফিকুল ইসলাম ফেজবুকে তার ব্যাক্তিগত আইডি থেকে তার স্টাটাসটি হুবাহুভ তুলে ধরা হল।
আমি বোরহানউদ্দিন পৌরসভার মেয়র হিসেবে বিদ্যমান করোনা পরিস্থিতিতে সরকারীভাবে প্রাপ্ত ১৫ মেঃ টন চালের সাথে আরও ৫ মেঃ টন চাল ব্যক্তিগত তহবিল থেকে যোগ করে এর সাথে আলু,পিঁয়াজ,ডাল,লবন, সয়াবিন তেল,সাবান ক্রয় করে প্রথম পর্যায়ে ১ হাজার কর্মহীন পরিবারের মাঝে বিতরণ করি। দ্বিতীয় পর্যায়ে সরকারী বরাদ্দের ১০ মেঃ টন চালের সাথে আমি সহ সম্মানিত কাউন্সিলরদের ২ মাসের সম্মানী ভাতা ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বৈশাখী ভাতার অর্থ সহায়তায় এর সাথে এর সাথে আলু,পিঁয়াজ,ডাল,লবন,সয়াবিন তেল,সাবান ক্রয় করে দ্বিতীয় পর্যায়ে আরও ১ হাজার কর্মহীন পরিবারের মাঝে বিতরণ করি।
যারা কারো কাছে সামাজিক অবস্থানের কারণে চাইতে পারেননা গোপনে তাদের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার চেষ্টা করেছি।এ চেষ্টা অব্যাহত থাকবে।
আমরা জানি সমাজের মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণি না পারে কারো কাছে যাইতে না পারে কারো কাছে চাইতে।
তাদের কাছে আমার বিনীত অনুরোধ, নিঃসঙ্কোচে আমাকে খাদ্যসামগ্রীর প্রয়োজনে একটা ফোন দিবেন। আমি কথা দিচ্ছি নাম পরিচয় গোপন রেখে আপনার ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিবো।আমার ফোন নাম্বার-০১৭১১-০৪৩০২০
মহান আল্লাহপাক আমাদের সবার সহায় হোন।