মোঃতায়েফ তালুকদার ঃভোলা-২আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল বলেন আমার নির্বাচনী এলাকার প্রত্যেকটা মানুষেই আমার পরিবারে সদস্য বলে আমি মনে করি,তারাই আমার সবচাইতে আপন জন।তাই আমি আমার স্ত্রী, সন্তান,পরিবার পরিজন সবাইকে ঢাকায় রেখে নিজের নির্বাচনী এলাকায় অবস্থান করছি।কারন আমি আমার নির্বাচনী এলাকার প্রত্যেকটা মানুষকে আমার বাবা মা’য়ের মত মনে করি,এবং তাদেরকে বাবা মা’য়ের মত সেবা দেওয়ার চেষ্টা করি। তাই দেশের এই চরম দূর্যোগ মুহূর্তে আমার পরিবার পরিজন ছেড়ে আপনাদের পাশে থাকার জন্য জীবনের ঝুকি নিয়ে পরে আছি।মহান রাব্বুল আলামিন আমাকে হায়াত দান করলে এই দুর্যোগ শেষ হওয়া পর্যন্ত আমি আমার নির্বাচনী এলাকার ছেড়ে যাব না।আমার নির্বাচনী এলাকার কোন মানুষ খ্যাদের জন্য কষ্ট না পায় তার জন্য আমি নিজে হটলাইন নাম্ভার চালু করেছি এবং এ পযন্ত এই নাম্ভারে যতগুলো ফোন এসেছে আমি নিজে অথবা আমার প্রতিনিধি দ্বারা তাদের পরিচয় গোপন রেখে তাদের ঘরে খাদ্য পৌছে দিয়েছি।আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আমৃত্যু আপনাদের পাশে থাকতে পারি।