দৈনিক প্রত্যয় ডেস্কঃ সুপার সাইক্লোন আম্পানের কারণে ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে সতর্কতা জারি করা হয়েছে। নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে উপকূলীয় এলাকার বাসিন্দাদের।
ক্রমেই ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ধেয়ে আসছে বঙ্গপোসাগরে সৃষ্ট সুপার সাইক্লোন ‘আম্পান’। ক্ষয়ক্ষতি এড়াতে উপকূলের বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। সচেতনতায় মাইকিং করছে স্থানীয় প্রশাসন।
আলিপুর আবহাওয়া বিভাগ বলছে, বুধবার বিকেলের পরে তীব্র আকার ধারণ করতে পারে ঝড়টি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৮০ কিলোমিটার।
এরই মধ্যে ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের কয়েক লাখ বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে। বন্ধ রয়েছে মাছ ধরা ট্রলার। প্রস্তুত রাখা হয়েছে ২০টি ত্রাণ ও উদ্ধারকরী দল। ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবিলায় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় মোকাবিলায় জরুরি বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ডিপিআর/ জাহিরুল মিলন