প্রত্যয় ওয়েব ডেস্ক রিপোর্ট: মার্কিন মুলুকের পর এ বার আয়ারল্যান্ডেও জাতি ও বর্ণবিদ্বেষের শিকার হলেন এক বাঙালি দম্পতি। ট্রেনে এক ঘণ্টা ধরে তাঁদের জাতি ও বর্ণ নিয়ে ঠাট্টা-মশকরা করলেন এক আইরিশ। দেওয়া হল অশ্রাব্য গালিগালাজ। করা হল কুৎসিত অঙ্গভঙ্গি।
আর সেই ঘটনাটা ঘটল ট্রেনের রক্ষীর সামনেই। তাঁকে নালিশ করেও কোনও ফল মেলেনি। দৈনিক ‘আইরিশ টাইমস’ জানিয়েছে, প্রসূন ভট্টাচার্য নামে এক বাঙালি তাঁর স্ত্রী ও মা, বাবাকে নিয়ে তিন দিনের জন্য ঘুরতে গিয়েছিলেন আয়ারল্যান্ডে।
ট্রেনে চেপে তাঁরা যাচ্ছিলেন বেলফাস্ট থেকে ডাবলিনে। মত্ত অবস্থায় ট্রেনে তাঁদের পাশের সিটে বসেছিলেন এক আইরিশ। ভারতীয় বলে প্রথম থেকেই প্রসূন, তাঁর স্ত্রী, মা, বাবাকে অশ্রাব্য কথাবার্তা বলতে শুরু করেন ওই আইরিশ। তাঁদের গায়ের রং, ইংরেজি ঠিক ভাবে বলতে না পারা নিয়েও ব্যঙ্গ, বিদ্রূপ করতে থাকেন ওই যাত্রী। প্রসূন নিজে তাঁকে বেশ কয়েক বার ওই সব বন্ধ করার অনুরোধ করেন। কিন্তু তাতে কর্ণপাত না করে প্রসূন ও তাঁর পরিবারের সদস্যদের লক্ষ্য করে ব্যাঙ্গ, বিদ্রূপ চালিয়ে যেতে থাকেন ওই আইরিশ। প্রসূন পরে গোটা ঘটনাটি জানিয়েছেন টুইটে। তাতে ট্যাগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশ সচিব এস জয়শঙ্কর এবং ভারতের বিদেশ মন্ত্রক ও ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রককে।
প্রসূন জানিয়েছেন, পিটার নামে আর এক সহযাত্রী ওই সময় তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। বলছিলেন, “ট্রেনের রক্ষী আরও কড়া হলে লোকটা এতটা সাহস পেত না।” ট্রেন থেকে নেমে যাওয়ার সময় তাঁদের কাছে পিটার ওই আইরিশের হয়ে ক্ষমা চেয়েছিলেন বলেও জানিয়েছেন প্রসূন।
আয়ারল্যান্ডের ইমিগ্র্যান্ট কাউন্সিলের কমিউনিকেশন্স অ্যান্ড অ্যাডভোকেসি ম্যানেজার পিপ্পা উলনাফ ওই ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন, “এই ঘটনা আরও এক বার প্রমাণ করল, জাতি ও বর্ণবিদ্বেষকে এখনও কঠোর ভাবে দমন করা সম্ভব হয়নি।”
আইরিশ রেলের মুখপাত্র ব্যারি কেনি ওই ঘটনার জন্য গভীর দুঃখপ্রকাশ করেছেন। জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ওই যাত্রীকে গ্রেফতার করার চেষ্টা করা হবে।
সূত্রঃ আনন্দ বাজার নিউজ