স্টাফ রিপোর্টার: বগুড়ায় কোভিড-১৯ এর ২য় ঢেউ মোকাবেলায় কর্মহীনদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আলোকিত বগুড়ার উদ্যোগে সোমবার ও মঙ্গলবার ২দিন ব্যাপী পর্যায়ক্রমে স্বাস্থ্যবিধি মেনে শহরের বৃন্দাবনপাড়া এলাকায় কর্মহীন, বিধবা নারী, এতিম ও প্রবিতন্ধীসহ হতদরিদ্র শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সংগঠনের পক্ষে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন আলোকিত বগুড়ার নির্বাহী পরিচালক এ্যাডভোকেট ফেরদৌসী আক্তার রুনা।
শতাধিক পরিবারকে পর্যায়ক্রমে খাদ্যসামগ্রীস্বরুপ সংগঠনের পক্ষে প্রদান করা হয়েছে ৮ কেজি চাল, ডাল, ১ কেজি বুট, ২ কেজি আলু, ৫০০গ্রাম খেজুর, ১ কেজি পেঁয়াজ, লবণ, সয়াবিন ও সরিষার তেল ইত্যাদি। করোনাকালীন সময়ের শুরু থেকে সম্মুখসারিতে থেকে কাজ করা সাহসী নারী এ্যাডভোকেট রুনা জানান, করোনার ২য় ঢেউ মোকাবেলায় ইতিমধ্যেই লকডাউনে খেঁটে খাওয়া মানুষগুলো নিরবে অতিকষ্টে জীবনযাপন করছে। তাদের সংগঠন করোনাকালীন সময়ের শুরু থেকেই মাঠপর্যায়ে কাজ করেছে এবং এখনো মানবিকতার স্বার্থে কাজ করে যাচ্ছে।
দেশের এই ক্রান্তিকালে তিনি সমাজের সকল সামর্থ্যবান মানুষকে এগিয়ে আসারও আহ্বান জানান এবং নিজেদের এই মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ারও প্রত্যাশা ব্যক্ত করেন।
আরও পড়ুন :বন্দুকের গুলি দিয়ে কোন রাষ্ট্র টিকে থাকতে পারেনা : ডা. জাফরুল্লাহ চৌধুরী