নিজস্ব প্রতিবেদক: আহসান আলমগীর রচিত ও আল হাজেন পরিচালিত এনটিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক মেহমান এর শততম পর্ব প্রচারিত হবে সোমবার রাত ৮টা ২০ মিনিটে। নাটকটি সপ্তাহের প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ২০ মিনিটে নিয়মিত প্রচার হচ্ছে এন টিভির পর্দায়। ২০০৫ সালে তুমুল জনপ্রিয় রঙ্গের মানুষ ধারাবাহিক নাটকের পর এই প্রথম এনটিভি গ্রামের পটভূমিতে নাটক প্রচার করে, এত বছর পর গ্রামীণ পটভূমিতে আবারো নাটক প্রচার করে এবারও প্রশংসিত হয়েছে। মেহমান ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ওয়াহিদা মল্লিক জলি, আমিরুল হক চৌধুরী, অপর্ণা ঘোষ, রওনক হাসান, মৌসুমী হামিদ, তানজিকা আমিন, নাজিয়া হক অর্ষা, আরফান আহমেদ, সাজু খাদেম, ডাক্তার এজাজ, ফারুক আহমেদ, শামীমা নাজনীন, কল্যাণ কোরাইয়া, নওশাবা আহমেদ, মাজনুন মিজান, জয়রাজ, মাহমুদুল ইসলাম মিঠু, শেলী আহসান, অবিদ রেহান, তাহমিনা ইসলাম মৌ, মৃণাল দত্ত, তানভীর মাসুদ, সাজ্জাদ সাজু, সঞ্জীব আহমেদ, আনোয়ার প্রমুখ।
পরিচালক আল হাজেন ও নাট্যকার আহসান আলমগীর জুটির এটি পঞ্চম ধারাবাহিক। এর আগে এই জুটির ধারাবাহিক নাটক জামাই বাজার-১ ও জামাই বাজার-২ শিয়ালবাড়ি-১ ও শিয়ালবাড়ি-২ ধারাবাহিক নাটকগুলো তুমুল জনপ্রিয়তা অর্জন করে। এই প্রসঙ্গে পরিচালক আল হাজেন বলেন, নাট্যকার এবং পরিচালক এর মধ্যে বোঝাপড়া থাকলে কাজ অনেক গোছালো ও ভালো হয়। সেই প্রমাণ ইতিমধ্যেই আমরা পেয়েছি। আশা করছি ভবিষ্যতেও আমরা দুজন আরো ভালো ভালো নাটক দর্শকদের উপহার দিতে পারব। নাট্যকার আহসান আলমগীর গল্প সম্পর্কে বলেন, বিয়ে বাড়িতে বরযাত্রীর বেশি আসায় উভয় পক্ষের তর্কবিতর্কের জের ধরে বিয়ে ভেঙ্গে যাওয়া নিয়ে নাটকের কাহিনী আবর্তিত হয়েছে। এই নাটকের ঘটনাগুলো আমাদের আশপাশের মানুষের দেখা, কারো কারো না কারো জীবনে ঘটনাগুলো ঘটেছে। জীবনঘনিষ্ঠ ঘটনাগুলোকে বাস্তবতার সাথে মিল রেখে হাস্য রসাত্মক ভাবে দর্শকের সামনে তুলে ধরার কারণে মানুষ নাটকটি খুব আগ্রহ নিয়ে দেখছে। নাটকে দর্শক নিজেকে দেখতে চায়, নিজের জীবনের সঙ্গে নাটকের মিল খোঁজার চেষ্টা করে। চাওয়ার সাথে পাওয়ার মিল থাকার কারণে নাটকটি জনপ্রিয়তা পেয়েছে।