প্রথম ধাপে দেশের ৩৭১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাধারণ নির্বাচন পর্যবেক্ষণে ইচ্ছুক নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থাগুলোকে ১২ মার্চের মধ্যে আবেদনের নির্দেশনা জারি করেছে ইসি। আগামী ১১ এপ্রিল এসব ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সোমবার (৮ মার্চ) ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হকের সই করা এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
নথি বলছে, আগামী ১১ এপ্রিল প্রথম ধাপে দেশের ৩৭১টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩ মার্চ এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০১৭ এর ৭.১.ক ধারা মতে, নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার ১০ দিনের মধ্যে নির্বাচন কমিশনে নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থাগুলোকে কোন নির্বাচনী এলাকা বা এলাকাগুলো কেন্দ্রীয় বা স্থানীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক, তা উল্লেখ করে নির্বাচন কমিশন সচিব বরাবর লিখিত আবেদন করার বিধান রয়েছে।
এ অবস্থায় ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যবেক্ষণে ইচ্ছুক নির্বাচন কশিমনে নিবন্ধিত সংস্থাকে আগামী ১২ মার্চের মধ্যে নিজস্ব প্যাডে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে এলাকাভিত্তিক পর্যবেক্ষকদের (পর্যবেক্ষকদের নাম ও এনআইডি নম্বর উল্লেখ থাকতে হবে) হার্ডকপি (বাধ্যতামূলক) ও সফট কপি ইসির জনসংযোগ শাখায় জমা দিতে বলেছে সংস্থাটি।