প্রত্যয় নিউজ ডেস্কঃ দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধার কন্যা ওয়াহিদা খানম ও তার পিতা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের উপর দুর্বৃত্তদের নৃশংস হামলার প্রতিবাদে ময়মনসিংহের হালুয়াঘাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা পালিত হয়েছে। সোমবার দুপুরে হালুয়াঘাট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে উপজেলা চত্ত্বরে উক্ত কর্মসূচী পালন করে বীর মুক্তিযোদ্ধারা।
প্রতিবাদ সমাবেশে ইউ.এন.ও ওয়াহিদা খানম ও তার পিতার উপর বর্বোরোচিত হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। হালুয়াঘাট উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ বলেন, দেশ স্বাধীন হলেও এখনো স্বাধীনতা বিরোধিরা আওয়ামীলীগের ছায়াতলে এসে গাপ্টি মেরে রয়েছে। তারা এখনো স্বাধীনতাকে কলংকিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাদেরকে যদি প্রতিহত না করা যায় তাহলে এরকম হামলা হতেই থাকবে। এ সময় তিনি প্রশাসনের সকল দপ্তরে কর্মকর্তা ও কর্মচারীদেরকে মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে শক্ত হাতে দেশের মানুষের সেবা করার আহবান জানান তিনি।একই সাথে হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী জানান তিনি। মুক্তিযোদ্ধা নেতা আব্দুল গনি বলেন, এখনো রাজাকারের অনুসারীরা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারাই এ ধরনের হামলা করে যাচ্ছে। তিনি বলেন, যদি এ হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়া হয় তাহলে আমরা প্রতিবাদ জানিয়েই যাবো।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, আব্দুল গনি, আব্দুর রাজ্জাক, গিয়াস উদ্দিন প্রমুখ।