ফাইজুল ইসলাম, তাড়াইল থেকে : কিশোরগঞ্জ তাড়াইল উপজেলা আকুবপুর গ্রামে প্রোগ্রেসিভ কিন্ডার গার্ডেনের ৬ জন মেধাবীও গরীব শিক্ষার্থীর মাঝে নগদ চার হাজার করে টাকা প্রদান করেন ,ইঞ্জিনিয়ার শফিকুর রহমান ভূইয়া (অনু) ফ্যামিলি ফাউন্ডেশন এর পক্ষ থেকে এই অনুদান প্রধান করেন।
এ ছাড়া চয়জন ছাত্র ছাত্রীকে মেধাবৃত্তি, সাধারণ বৃত্তি ও দুজনকে এককালীন বই সাহায্য বৃত্তি দেওয়া হয়েছে। আজ শনিবার সকাল ১১ টায় আকুপুর প্রোগ্রোসিভ কিন্ডারগার্ডেনের মাটে ছাত্রীদের হাতে এসব নগত বৃত্তির খাম তুলে দেওয়া হয়।
এ সময় অনুষ্ঠানে অগ্নি পরিধির মাঝে দাঁড়িয়ে শুনিয়েছেন কিন্নর কণ্ঠ’ ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম ভূইয়া অনু ফেমিলি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার আকুবপুর গ্রামের কৃতি সন্তান শফিকুল ইসলাম ভূইয়া অনু যিনি বর্তমানে নিউজিল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন ।
প্রোগ্রোসিভ কিন্ডার গার্ডেনের পরিচালক শরিফফুল ইসলামের শরিফের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী কর্মকর্তা জনাবঃ শহিদুল্লাহ,উপস্থিত ছিলেন প্রোগ্রোসিভ কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা আবু সিদ্দিক ভূইয়া, তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাহেদ ভূইয়া, তালজাঙ্গা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান হারুনুর অর রশিদ ভূইয়া, আবু তাহের ভূইয়া মরাজ , সাদেকুর রহমান রতন প্রমুখ ।