দৈনিক প্রত্যয় ডেস্কঃ মহামারি করোনায় টালমাটাল বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চল। প্রাণঘাতী এ ভাইরাসে সবচে বেশি বিপর্যস্ত আমেরিকাসহ ইউরোপের বিভিন্ন দেশ। এর মধ্যে অন্যতম হল ইতালি। দেশটিতে কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছে করোনায় আক্রান্ত হয়ে মৃতদের স্বজনরা।
ইতালিতে করোনায় গুরুত্বরভাবে আক্রান্ত হওয়া অঞ্চলগুলোর মধ্যে একটি বারগামো।
বিবিসি বাংলা এক প্রতিবেদনে জানায়, কর্তৃপক্ষ যেভাবে করোনাভাইরাস মহামারি মোকাবেলা করেছে তা নিয়ে আইনি লড়াই শুরু করেছেন এ অঞ্চলে করোনায় মারা যাওয়া রোগীর আত্মীয়রা।
মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যদের অভিযোগ- স্থানীয় কর্তৃপক্ষ তাদেরকে কার্যত পরিত্যাগ করেছিল। তাই তারা প্রতিশোধ বা ক্ষতিপূরণ নয়, বরং কর্তৃপক্ষের যেসব ভুল হয়েছে তার বিচার চান।
গবেষণাভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ইতালিতে এ পর্যন্ত ২ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩৪ হাজারের বেশি মানুষ। আর চিকিৎসায় সুস্থ হয়েছন প্রায় ২ লাখ ৭০ হাজারের মত রোগী।
ডিপিআর/ জাহিরুল মিলন