ইতালির মিলান শহরে গাড়ী পুড়ানোর অভিযোগে ২২ বছর বয়সী এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে ইতালিয়ান পুলিশ ।করোনা ভাইরাসের ঘর বন্ধি মানুষ রাস্তা ঘাট ফাঁকা এই সুযোগে রাতের অন্ধকারে একের পর এক গাড়ী পুড়িয়ে যাচ্ছিলো এই তরুণ। তার বিরুদ্ধে আরো ১০ টির মত প্রাইভেট গাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার গুরুতর অভিযোগ আনা হয় । কিছুদিন ধরে মিলানে কিছু প্রাইভেট গাড়ি রহস্যজনক ভাবে আগুন লেগে পুড়ে যাওয়ার অভিযোগ আসছিলো পুলিশের কাছে। সে সূত্র ধরে সাদা পোশাকে পুলিশ এই রহস্য উদঘাটনে মাঠে কাজ করছিলো করছি।
অবশেষে গত ১৭ এপ্রিল শুক্রবার গভীর রাতে দুটি গাড়িতে আগুন লাগানোর মুহূর্তে এই যুবককে হাতেনাতে ধরতে সক্ষম হয় পুলিশ।গ্রেপ্তারের সময় তার পকেটে ২টি ম্যাচলাইট সহ জ্বলনীয় তরল ভিজানো একটি কাপড় উদ্ধার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাড়িতে আগুন লাগানোর কারণ হিসেবে কোনো সদুত্তর দিতে পারেনি সে।অবৈধভাবে বসবাসকারী এই বাংলাদেশির বিরুদ্ধে আগে থেকেই রোম ও মিলানের ইমিগ্রেশন অফিস থেকে দুই দফায় ইতালি ছাড়ার বহিষ্কারাদেশ ছিলো। তবে তার নাম প্রকাশ করেনি পুলিশ। এই ঘটনাটি জানাজানির পর নিন্দার ঝড় বইছে বাঙ্গালী পাড়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মাধ্যমে অনেকেই এই পরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির কামনা করেছেন।
দীর্ঘ আট বছর পর যখন ইতালিতে অবৈধ ভাবে বসবাসরত প্রায় ৬ লক্ষ অভিবাসীদের বৈধতা দেবার জন্য আলোচনা করছিলো ইতালিয়ান সরকার এমন সময় এইধরণের ঘটনা অভিবাসী বিদ্বেষী নেতাদের আরো বিরোধিতা করার কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন অনেকেই।
লেখক :তাফাজ্জুল তপু
বার্মিংহাম, যুক্তরাজ্য।